সাফা থেকে পুরস্কার অর্জন করল শাহজালাল ইসলামী ব্যাংক


TRT 03-10-2024/Untitled-58.png

শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি ২০২৩ সালের সেরা বার্ষিক প্রতিবেদন প্রকাশের জন্য সাউথ এশিয়া ফেডারেশন অব অ্যাকাউন্টস (সাফা) থেকে ৩টি ক্যাটাগরিতে পুরস্কার অর্জন করেছে।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) ব্যাংকটির জেএভিপি অ্যান্ড ইনচার্জ (চলতি দায়িত্ব), পিআরডি কে. এম. হারুনুর রশীদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি সার্ক অ্যানিভার্সারি অ্যাওয়ার্ড ফর কর্পোরেট গভার্নেস ক্যাটাগরিতে ১ম পুরস্কার (গ্লোড অ্যাওয়ার্ড), প্রাইভেট সেক্টর ব্যাংকস ক্যাটাগরিতে ২য় পুরস্কার (সিলভার অ্যাওয়ার্ড) এবং ইন্টাগ্রেটেড রিপোর্টিং ক্যাটাগরিতে সার্টিফিকেট অব মেরিট অর্জন করেছে।
 
গত ১১ নভেম্বর শ্রীলঙ্কার রাজধানী কলম্বোতে আয়োজিত এক অনুষ্ঠানে শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসির উপ-ব্যবস্থাপনা পরিচালক এম. এম. সাইফুল ইসলাম এবং ব্যাংকের সিএফও মোঃ জাফর ছাদেক, এফসিএ শ্রীলঙ্কার কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ড. পি. নন্দলাল বীরাসিংহের নিকট থেকে উক্ত পুরস্কারসমূহ গ্রহণ করেন।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে সাউথ এশিয়া ফেডারেশন অব অ্যাকাউন্টসের সভাপতি হিসানা করুপ্পু-সহ উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
 

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×