
গত বছরের জুলাইয়ে সংঘটিত গণঅভ্যুত্থানের সময় মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে দেওয়া মৃত্যুদণ্ডের পূর্ণাঙ্গ রায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) চিফ প্রসিকিউটরের কার্যালয়ের ওয়েবসাইটে ৪৫৭ পৃষ্ঠার রায়টি আপলোড করা হয়।
বৈশিষ্ট্য হল, গত ১৭ নভেম্বর বিচারপতি গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ দুই সাবেক নেতাকে মৃত্যুদণ্ড দেয়। এর আগে, ১ জুন প্রসিকিউশন আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে। অভিযোগে মোট পাঁচটি ঘটনার উল্লেখ ছিল।
তদন্তে বলা হয়েছে-
১৪ জুলাই গণভবনে শেখ হাসিনার উসকানিমূলক বক্তব্য প্রদান, হেলিকপ্টার, ড্রোন ও প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করে আন্দোলনকারীদের নির্মূলের নির্দেশ, রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাঈদকে হত্যা, রাজধানীর চানখাঁরপুলে ছয় আন্দোলনকারীর মৃত্যু, আশুলিয়ায় ছয়জনকে দাহের মাধ্যমে হত্যা।
এই পাঁচ অভিযোগের ভিত্তিতে ১০ জুলাই আনুষ্ঠানিকভাবে অভিযোগ গঠন করা হয়।
শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান পলাতক থাকলেও সাবেক আইজিপি মামুন এই মামলার একমাত্র গ্রেফতারকৃত আসামি। অভিযোগ গঠনের দিন তিনি গণঅভ্যুত্থানের সময় মানবতাবিরোধী অপরাধে জড়িত থাকার কথা স্বীকার করেন এবং রাজসাক্ষী হওয়ার আবেদনও করেন।
এই রায় প্রকাশের মাধ্যমে মামলার পূর্ণাঙ্গ বিবরণ প্রকাশিত হওয়ায় বিচার প্রক্রিয়ার স্বচ্ছতা এবং ঘটনা সংক্রান্ত বিস্তারিত তথ্য এখন সবাই দেখতে পারবে।