
বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করেছেন। এ সময় তিনি শহীদ শিক্ষার্থীর পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করে তাদের খোঁজখবর নেন।
শুক্রবার (৩০ জানুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে রংপুরের পীরগঞ্জ উপজেলার জাফরপাড়া বাবনপুর গ্রামে পৌঁছান তারেক রহমান। কবর জিয়ারতের পর তিনি পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন।
এ সময় উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য এজেডএম জাহিদ হোসেন ও রংপুর জেলা নেতৃবৃন্দ।
এজেডএম জাহিদ হোসেন সাংবাদিকদের বলেন, “আমাদের চেয়ারম্যান তারেক রহমান **জুলাই ছাত্র-জনতার অভ্যুত্থানে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করেছেন। আবু সাঈদের প্রতি শ্রদ্ধা জানানো শুধুমাত্র দেশের মানুষের দায়িত্ব নয়, তিনি আমাদের শিখিয়েছেন কীভাবে স্বৈরাচারের বিরুদ্ধে সাহসিকতার সঙ্গে দাঁড়াতে হয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গুলির মুখে দাঁড়িয়ে প্রতিরোধ গড়ার শিক্ষা আমাদের দিতে পারেনি, তা আবু সাঈদ আমাদের শিখিয়েছেন। কেবল আবু সাঈদকে মৃত্যুদিবসে স্মরণ বা কবর জিয়ারতের মধ্যেই সীমাবদ্ধ থাকা যথেষ্ট নয়; তার আত্মত্যাগের শিক্ষা বাস্তবে রূপান্তর করতে আমাদের সবাইকে উদ্দীপিত হতে হবে। তাহলেই আমি মনে করি, আবু সাঈদের আত্মা শান্তি পাবে।”
উল্লেখ্য, ২০২৪ সালের ১৬ জুলাই কোটা সংস্কার আন্দোলন চলাকালীন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় সংলগ্ন পার্ক মোড়ে গুলিবিদ্ধ হয়ে মারা যান আবু সাঈদ। পরদিন তাকে গ্রামের বাড়ি পীরগঞ্জের বাবনপুরে দাফন করা হয়। তিনি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ১২তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন।