
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কোনও ধরনের অনিশ্চয়তা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) গাজীপুরের কাশিমপুর কারা প্রশিক্ষণ কেন্দ্রে ৬৩তম ব্যাচ মহিলা কারারক্ষী বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের সমাপনী কুচকাওয়াজের পর সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এ মন্তব্য করেন।
জাহাঙ্গীর আলম বলেন, “সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে অবস্থান করে যদি অডিও বার্তা দেয়, তার ওপর নির্বাচন অস্থিতিশীল হবে কিনা বা ভন্ডুল হবে কিনা—এর কোনো প্রভাব নেই। ভোটের পরিবেশ ভন্ডুল বা অস্থিতিশীল করার কোনো সম্ভাবনা নেই। আর যদি সাহস থাকে, তবে দেশে এসে বলুক। তারা আইনের আওতায়, আইন অনুযায়ী বলুক। যেহেতু সাহস নেই, তাই পালিয়ে বলছে। দেশে তাদের যে সমর্থক ছিল, এখন আর সেরকম নেই।”
তিনি আরও জানান, সাবেক সরকারের সমর্থকরা বিভিন্ন দেশে আশ্রয় নিয়েছে। “ফ্যাসিস্টরা দেশ ছেড়ে পালিয়েছে, এবং বিভিন্ন দেশ তাদের আশ্রয় দিয়েছে। আমরা চাই, ফ্যাসিস্ট অপরাধীদের দেশে ফেরত আনার ক্ষেত্রে সেই দেশগুলোর সহযোগিতা থাকুক।”
অন্তর্বর্তী সরকারের সময় কারা অধিদপ্তরসহ বিভিন্ন বাহিনীর নিয়োগ প্রক্রিয়ায় দুর্নীতি হয়নি উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আওতায় বাহিনীগুলিতে নিয়োগ সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষ হয়েছে। কোন তদবির বা অর্থের বিনিময়ে নিয়োগ দেওয়া হয়নি।
তিনি বলেন, “বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা হলো দুর্নীতি। এটা আমাদের রন্ধ্রে রন্ধ্রে ঢুকে গেছে। আমাদের মন্ত্রণালয়ের রিক্রুটমেন্টে দুর্নীতি দূর করা হয়েছে।”
জাহাঙ্গীর আলম আরও বলেন, কারাগারে বন্দিদের জন্য খাবারের মান ও পরিমাণ বৃদ্ধি করা হয়েছে। পাশাপাশি দেশপ্রেম, সততা, দক্ষতা ও পেশাদারিত্বের সঙ্গে নবীন কারারক্ষীদের দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি।