
ভোররাতে হঠাৎ ঘটে যাওয়া এক ট্রেন দুর্ঘটনায় দেশের অন্যতম ব্যস্ত রেলপথে দীর্ঘ সময় যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে, ভোগান্তিতে পড়েন শত শত যাত্রী।
কিশোরগঞ্জের ভৈরব বাজার জংশনে ঢাকা থেকে চট্টগ্রামগামী ঢাকা মেইল-২ (ডাউন) ট্রেনের একটি বগি লাইনচ্যুত হওয়ার পর ঢাকা-সিলেট-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল বন্ধ থাকে।
সোমবার (২৬ জানুয়ারি) দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে ভৈরব বাজার জংশন অতিক্রম করার প্রায় ১৫০ মিটার পর দুর্ঘটনাটি ঘটে। এর আগে ট্রেনটি রাত ১১টা ৪৫ মিনিটে ঢাকা রেলওয়ে স্টেশন থেকে যাত্রা শুরু করে।
রেলওয়ে সূত্রের তথ্য অনুযায়ী, রাত ২টা ৫৫ মিনিটে ভৈরব বাজার জংশনের কেবিন স্টেশন মাস্টার ঢাকা মেইল-২ ট্রেনটিকে সামনে অগ্রসর হওয়ার সংকেত দেন। কিছুদূর এগোনোর পর ইঞ্জিনের পর চতুর্থ কোচের একটি বগি হঠাৎ লাইনচ্যুত হয়ে পড়ে। এর ফলে ভৈরব বাজার জংশনের আপ ও ডাউন উভয় লাইনই অচল হয়ে যায়। এতে রাত ৩টা থেকে ঢাকা-সিলেট-চট্টগ্রাম রুটে সব ধরনের ট্রেন চলাচল বন্ধ হয়ে যায় এবং যাত্রীরা চরম দুর্ভোগে পড়েন।
ভৈরব রেলওয়ে স্টেশন মাস্টার মো. ইউসুফ মিয়া বলেন, “দুর্ঘটনার পরপরই লাইন থেকে বগি সরানোর কাজ শুরু করা সম্ভব হয়নি। পরে উদ্ধার কাজে সহায়তার জন্য আখাউড়া থেকে একটি রিলিফ ট্রেন ঘটনাস্থলে পাঠানো হয়। বর্তমানে উদ্ধার কাজ চলমান রয়েছে। কাজ শেষ হলে যত দ্রুত সম্ভব রেল চলাচল স্বাভাবিক করা হবে।”