
মেহেরপুরে জেলা জামায়াতের ইসলামের আমির মওলানা তাজ উদ্দিন খানের ব্যবহৃত একটি গাড়ি থেকে দেশীয় ও বিদেশি অস্ত্রসহ তিনজনকে আটক করেছে যৌথ বাহিনী।
আটককৃতরা হলেন— বাংলা এডিশনের জেলা প্রতিনিধি ও জামায়াত কর্মী সেলিম রেজা (২৭), জেলা জামায়াতের ইসলামের আমিরের ফেসবুক পেইজের এডমিন শাহারুল ইসলাম এবং মাইক্রো ড্রাইভার ইজারুল হক।
সোমবার (২৬ জানুয়ারি) সকালেই শহরের হোটেল বাজার চার রাস্তার মোড়ে যৌথ বাহিনী একটি চেকপোস্ট বসিয়ে গাড়ি তল্লাশি অভিযান পরিচালনা করছিল। এ সময় সাদা রঙের নোয়া মাইক্রোবাস (ঢাকা মেট্রো চ ১৯-৪১৪৬) তল্লাশি করা হলে গাড়ির ভিতরে ৩টি ফোল্ডেবল ডেবল স্টিক, ১টি বিদেশি কুড়াল, ১টি ইলেকট্রিক শকার, ১টি প্লাস, ৩টি ওয়াকিটকি, ৪টি চার্জার এবং ১টি হ্যান্ড মাইক উদ্ধার করা হয়।
মেহেরপুর সদর থানার উপ-পরিদর্শক বিএম রানা জানান, “যৌথ বাহিনীর নিয়মিত চেকপোস্টের অংশ হিসেবে সব গাড়ি তল্লাশি করা হচ্ছিল। এ সময় এই অস্ত্রসমৃদ্ধ গাড়ি আটক করা হয়।” পরে নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে উদ্ধারকৃত অস্ত্রশস্ত্র ও মাইক্রোবাস জব্দ করা হয়।