
কক্সবাজারের চকরিয়া থানার সামনে শুক্রবার বিকেল সাড়ে ৪টায় একটি ব্যাটারিচালিত অটোরিকশায় এসে ‘জয় বাংলা’ স্লোগান দেন কয়েকজন তরুণ। এতে থানার সামনে উত্তেজনা সৃষ্টি হয়। পুলিশ জানায়, পরে ধাওয়া দিয়ে দুই কিশোরসহ মোট ৬ জনকে আটক করা হয়েছে।
চকরিয়া থানার ওসি মো. মনির হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, “অটোরিকশায় ছদ্মবেশে কয়েকজন ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার চেষ্টা করছিল। খবর পেয়ে আমি নিজেই তাদের পেছনে ধাওয়া দেই।”
আটককৃতদের মধ্যে রয়েছেন: মো. মারুফ (২০), মো. সাজ্জাদ (১৯), শোয়াইব (২২), মো. মারুফ (১৭), ওমর ফারুক (১৮) ও রাফি (১৬)।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, প্রথমে স্থানীয়রা তাদের স্লোগান দেওয়া বন্ধ করার অনুরোধ করলেও তারা তা উপেক্ষা করে চালিয়ে যায়। পরে থানার ওসির নেতৃত্বে অভিযান চালিয়ে অটোরিকশাসহ ৬ জনকে আটক করা হয়।
ওসি আরও জানান, পরিচয় যাচাই ও প্রয়োজনীয় তদন্ত শেষে আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।