
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গাজীপুর-৩ আসনে দেখা মিলেছে এক ব্যতিক্রমী ও নজিরবিহীন চিত্র। ব্যক্তিগত নিরাপত্তা নিয়ে শঙ্কার কথা জানিয়ে বুলেটপ্রুফ জ্যাকেট পরে নির্বাচনী মাঠে নেমেছেন স্বতন্ত্র প্রার্থী আলহাজ অধ্যক্ষ ইজাদুর রহমান মিলন। তার এই অস্বাভাবিক প্রচারণা স্থানীয়দের মধ্যে কৌতূহলের পাশাপাশি উদ্বেগও তৈরি করেছে।
শুক্রবার (২৩ জানুয়ারি) সকালে শ্রীপুর উপজেলার মাওনা ও গাজীপুর ইউনিয়নে মিলাদ ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে দ্বিতীয় দিনের মতো নির্বাচনী কার্যক্রম শুরু করেন তিনি।
সরেজমিনে দেখা যায়, ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে প্রচারণার সময় অধ্যক্ষ মিলন বুলেটপ্রুফ জ্যাকেট পরিহিত অবস্থায় উপস্থিত ছিলেন। গাজীপুর-৩ আসনে তিনি ‘ঘোড়া’ প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
প্রচারণাকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে অধ্যক্ষ ইজাদুর রহমান মিলন বলেন, ‘নির্বাচনী প্রচারণা শুরুর পর থেকে বিভিন্নভাবে আমাকে হুমকি দেওয়া হচ্ছে। মোবাইলে একাধিকবার প্রাণনাশের হুমকি পেয়েছি। মাঠের পরিবেশ আমার কাছে নিরাপদ মনে না হওয়ায় নিজের সুরক্ষার কথা বিবেচনা করে বাধ্য হয়েই বুলেটপ্রুফ জ্যাকেট পরে প্রচারণায় অংশ নিচ্ছি।’
শ্রীপুরের মতো গুরুত্বপূর্ণ একটি নির্বাচনী এলাকায় একজন প্রার্থীর এভাবে নিরাপত্তা সরঞ্জাম পরে প্রচারণায় নামা সাধারণ ভোটারদের মধ্যে গভীর উদ্বেগ সৃষ্টি করেছে। স্থানীয়দের অনেকেই মনে করছেন, এমন ঘটনা নির্বাচনের সামগ্রিক পরিবেশ ও নিরাপত্তা ব্যবস্থার ওপর নেতিবাচক ইঙ্গিত দিচ্ছে। একই সঙ্গে একজন প্রার্থীর প্রকাশ্যে নিরাপত্তাহীনতার কথা জানানো সংশ্লিষ্ট প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা নিয়েও প্রশ্ন তুলছে সচেতন মহল।