
লক্ষ্মীপুরের রায়পুরে ডাকাতি করে পালিয়ে যাওয়ার সময় সিএনজি চালিত অটোরিকশা ও দেশীয় অস্ত্রসহ ৬ ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) ভোররাতে রায়পুর উপজেলার সোনাপুর ইউনিয়নের বাসাবাড়ি বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন - রায়পুর উপজেলার চরবংশী ইউনিয়নের মো. নাবিল হোসেন (২২), মো. নয়ন হোসেন (২০), রিমন হোসেন (২০), মো. শাকিব হোসেন (২০), জিদান (১৫) ও চরপাতা ইউনিয়নের মো. রাকিব (২০)।
পুলিশ জানায়, রাতে উপজেলার চরমোহনা ইউপির বাসাবাড়ি-হায়দরগঞ্জ সড়কের সলিংয়ের মাথা নামক স্থানে সড়কের ওপর একদল ডাকাত সিএনজি যোগে এসে অটোরিকশা থামিয়ে মো. মমিনের কাছ থেকে দেশীয় অস্ত্র দেখিয়ে তার মোবাইল ফোন ও মালামাল নিয়ে যায়। পরে ঘটনাস্থলে টহল পুলিশ গেলে মমিন পুলিশকে ডাকাতির ঘটনা জানায়। ডাকাতির ঘটনা শুনে পুলিশ ডাকাতদের ধাওয়া করে উক্ত ডাকাত দলের সিএনজি চালিত অটোরিকশাসহ তাদের গ্রেপ্তার করে। এ সময় তাদের কাছ থেকে ছোরা, তালা ভাঙার হাতুড়ি ও হ্যান্ড কাটার এবং ডাকাতি করা মালামাল উদ্ধার করা হয়।
রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহীন মিয়া জানান, ডাকাতি করে পালিয়ে যাওয়ার সময় পুলিশ ধাওয়া করে ৬ ডাকাতকে গ্রেপ্তার করে। এ সময় তাদের কাছ থেকে ডাকাতি করা মালামাল ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। এ ঘটনায় ভুক্তভোগী মো. মমিন মিয়া বাদী হয়ে থানায় ডাকাতি মামলা দায়ের করেছেন।