
আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হলেও দলটির সঙ্গে যুক্ত ব্যক্তিদের নাগরিক অধিকার বাতিল হয়নি বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত বরিশাল-৫ ও বরিশাল-৬ আসনের প্রার্থী মুফতী সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম। তিনি বলেন, কেউ যদি অন্যায় না করে এবং তার বিরুদ্ধে মামলা না থাকে, তাহলে তার নিরাপত্তা নিশ্চিত করা সরকারের দায়িত্ব।
বুধবার (২১ জানুয়ারি) দুপুরে বরিশাল প্রেস ক্লাবে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
আওয়ামী লীগের নেতাকর্মী ও সমর্থকেরা কাকে ভোট দেবেন—এমন প্রশ্নের উত্তরে ফয়জুল করীম বলেন, যাদের মাধ্যমে জানমাল, ইজ্জত এবং ব্যবসা-বাণিজ্যের নিরাপত্তা নিশ্চিত হবে, মানুষ তাদেরকেই ভোট দেবে।
জামায়াত ইসলামীর সঙ্গে জোট প্রসঙ্গে তিনি জানান, জামায়াতের আমিরের প্রতি সম্মান জানিয়ে তার আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রার্থী দেয়নি। একইভাবে জামায়াতের পক্ষ থেকেও প্রার্থী প্রত্যাহার করা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, “তিনি আমাদের সম্মান করে তাদের প্রার্থী তুলে নিয়েছে, এজন্য ধন্যবাদ।”
নতুন কোনো রাজনৈতিক জোটে ইসলামী আন্দোলন বাংলাদেশ যুক্ত হবে কি না—এমন প্রশ্নের জবাবে ফয়জুল করীম বলেন, বর্তমানে নতুন করে কোনো জোটে যাওয়ার সুযোগ নেই। তবে ভবিষ্যতে যদি ইসলামী শরিয়াহভিত্তিক আইন প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়, সে ক্ষেত্রে আবারও জোট গঠনের সম্ভাবনা রয়েছে। তিনি বলেন, “আমাদের মূল উদ্দেশ্য ছিল ইসলামের পক্ষে একটি বাক্স। এখন ইসলামের পক্ষে হাত পাখার বাক্স আছে।”
নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড রয়েছে কি না—এ বিষয়ে তিনি বলেন, প্রতীক বরাদ্দের পর কোনো প্রার্থীকে হয়রানি করা যাবে না। যদি হয়রানি করা হয়, তাহলে লেভেল প্লেয়িং ফিল্ড বজায় থাকবে না।