
মৌলভীবাজার-৩ (সদর-রজনগর) আসনের জামায়াত মনোনীত প্রার্থী মো. আব্দুল মান্নানের বাড়ি মঙ্গলবার (২০ জানুয়ারি) সকাল থেকে সাধারণ মানুষের অবস্থানে ঘিরে রাখা হয়েছে। এ ঘটনায় তিনি মনোনয়নপত্র আগেভাগে প্রত্যাহার করতে পারছেন না।
স্থানীয়রা জানান, আব্দুল মান্নান একজন অত্যন্ত জনপ্রিয় নেতা। “আমরা তাকে মনোনয়ন প্রত্যাহার করতে দেব না। তাই তার বাড়ি ঘেরাও করেছি, যেন তিনি সময়ের আগে মনোনয়নপত্র প্রত্যাহার না করতে পারেন।” বলেন উপস্থিত জনতা।
এ বিষয়ে মৌলভীবাজার জেলা জামায়াতের সেক্রেটারি ইয়ামির আলী বলেন, “এবারের নির্বাচনে মৌলভীবাজার-৩ আসনে জনতা একটি পরিবর্তন আশা করেছিল। সেই কারণে আব্দুল মান্নান দিনরাত নির্বাচনী কাজ করে যাচ্ছিলেন। তবে জোটবদ্ধতার কারণে আমাদের প্রার্থীকে বাদ দেওয়া হয়েছে। আমরা দলের সিদ্ধান্তের বাইরে যাব না। আল্লাহ আমাদের ধৈর্য ধরার তৌফিক দিন। ইনশাল্লাহ প্রার্থিতা আমরা প্রত্যাহার করে নেব।”