
মাদারীপুর সদর সাব-রেজিস্ট্রার অফিসে উপস্থিত এক নারীর কাছ থেকে ১০ লাখ ৭৫ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনায় শোরগোল পড়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
মাদারীপুর সদর সাব-রেজিস্ট্রার কার্যালয়ে বুধবার (১৪ জানুয়ারি) সকাল ১১টার দিকে একটি চাঞ্চল্যকর ছিনতাইয়ের ঘটনা ঘটে। অভিযোগ রয়েছে, দলিল করতে আসা এক নারীর কাছ থেকে ১০ লাখ ৭৫ হাজার টাকা ছিনিয়ে নেয়া হয়েছে।
ভুক্তভোগী মাহমুদা বেগম মাদারীপুর সদর মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। ঘটনার পর সাব-রেজিস্ট্রার অফিসের নিরাপত্তা ব্যবস্থার ঘাটতি নিয়ে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে।
মাহমুদা বেগম, যিনি মাদারীপুর সদর উপজেলার শিরখাড়া ইউনিয়নের বল্লবদী এলাকার বাসিন্দা ও ঠান্ডু সিপাহীর স্ত্রী, জানিয়েছেন, সকালে জমি কেনার জন্য ব্যাংক থেকে টাকা তুলে সাব-রেজিস্ট্রার অফিসে এসেছিলেন। অফিসে উপস্থিত এক নারী ও একজন পুরুষ কৌশলে তার সামনে কিছু খুচরা টাকা মাটিতে ফেলে দেন এবং তাকে সেগুলো তুলতে অনুরোধ করেন। মানবিক কারণে তিনি কিছু টাকা তুলতে নিচু হওয়ার সঙ্গে সঙ্গে ছিনতাইকারীরা তার ব্যাগ ছিনিয়ে নিয়ে দ্রুত পালিয়ে যায়। এরপর চিৎকার করে তাদের পিছু ধাওয়াও করলেও অফিসের চত্বরে থাকা ভিড়ের মধ্যে তারা অদৃশ্য হয়ে যায়।
মাহমুদা বেগম কান্না জড়িত কণ্ঠে বলেন, “একটি সরকারি অফিসে এসে আমার কষ্টার্জিত টাকা নিয়ে গেল। অথচ কেউ আমাকে সাহায্য করল না। এই টাকা হারিয়ে আমি একেবারে নিঃস্ব হয়ে গেছি।”
সাব-রেজিস্ট্রার মো. আমির হোসেন জানিয়েছেন, “টাকা পাহারা দেওয়ার দায়িত্ব আমাদের নয়। সাব-রেজিস্ট্রার অফিসে টাকা লেনদেন করার নিয়মও নেই।”
মাদারীপুর সদর থানার ওসি মো. আবুল কালাম আজাদ বলেন, “ভুক্তভোগী লিখিত অভিযোগ দিয়েছেন। সিসি ক্যামেরার ফুটেজ দেখে তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।”