
রাজনৈতিক অবস্থান স্পষ্ট করতে পিরোজপুরে বাংলাদেশ ছাত্রলীগ থেকে আনুষ্ঠানিকভাবে অব্যাহতি নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)–তে যোগ দেওয়ার ঘোষণা দিয়েছেন মো. আতিকুর রহমান খান হৃদয়। বুধবার (১৪ জানুয়ারি) স্ট্যাম্পে স্বাক্ষরিত লিখিত অঙ্গীকারনামা জমা দিয়ে তিনি ছাত্রলীগের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার কথা জানান।
লিখিত অঙ্গীকারনামায় হৃদয় উল্লেখ করেন, তিনি ছাত্রলীগ থেকে অব্যাহতি নিয়ে এখন থেকে বিএনপির রাজনীতিতে সক্রিয়ভাবে কাজ করবেন।
মো. আতিকুর রহমান খান হৃদয় পিরোজপুর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের বড় কলিশাখালী এলাকার বাসিন্দা। তিনি আব্দুল হান্নান খান ও আয়েশা সিদ্দিকার বড় ছেলে।
অঙ্গীকারনামা ও গণমাধ্যমে দেওয়া বক্তব্যে হৃদয় বলেন, ‘২০১৬–১৭ সালে আমাকে জোরপূর্বক বাংলাদেশ ছাত্রলীগ পিরোজপুর পৌর শাখার কমিটিতে সহসভাপতি পদে অন্তর্ভুক্ত করা হয়। ২০১৯–২০ সাল পর্যন্ত নামমাত্রভাবে ওই কমিটিতে ছিলাম। এরপর থেকে ছাত্রলীগের কোনো কার্যক্রমের সঙ্গে আমার সম্পৃক্ততা নেই। বর্তমানে আমি বিএনপিতে যোগ দিয়ে দলটির পক্ষে কাজ করতে চাই।’
তিনি আরও বলেন, দীর্ঘদিন ধরেই ছাত্রলীগের সঙ্গে তার কোনো সাংগঠনিক বা রাজনৈতিক সম্পৃক্ততা নেই এবং এখন তিনি নিজের রাজনৈতিক অবস্থান স্পষ্টভাবে তুলে ধরতে চান।
এ বিষয়ে হৃদয়ের বাবা আব্দুল হান্নান খান বলেন, ‘আমার ছেলে কখনোই ছাত্রলীগ বা আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সরাসরি জড়িত ছিল না। কিন্তু সাম্প্রতিক সময়ে আমরা চরম মানবেতর জীবন যাপন করছি। প্রায়ই পুলিশ প্রশাসনের লোকজন আমার ছেলেকে খুঁজতে আমাদের বাড়িতে আসেন, যা আমাদের জন্য অত্যন্ত বিব্রতকর।’
তিনি দাবি করেন, তার ছেলে কোনো মামলার আসামি নন এবং কোনো আওয়ামী লীগ নেতাও নন। ‘আমরা জাতীয়তাবাদী চেতনায় বিশ্বাসী পরিবার। সে কারণেই আমার ছেলে এখন সম্পূর্ণভাবে বিএনপিতে যোগ দিয়ে দলটির পক্ষে কাজ করতে চায়,’ বলেন আব্দুল হান্নান খান।