
নারায়ণগঞ্জে কারাবন্দি অবস্থায় চিকিৎসাধীন আওয়ামী লীগ নেতা হুমায়ন কবিরের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৩ জানুয়ারি) সকালে রাজধানীর জাতীয় হৃদ্রোগ ইনস্টিটিউট হাসপাতালে মারা যান তিনি।
কারা সূত্রে জানা যায়, সোমবার রাত আনুমানিক ৯টার দিকে নারায়ণগঞ্জ জেলা কারাগারে থাকা অবস্থায় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। শারীরিক অবস্থার অবনতি হলে দ্রুত তাকে জাতীয় হৃদ্রোগ ইনস্টিটিউট হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় পরদিন সকালে তার মৃত্যু হয়।
হুমায়ন কবির নারায়ণগঞ্জ শহরের গলাচিপা এলাকার বাসিন্দা ছিলেন। তিনি ওই এলাকার পঞ্চায়েত কমিটির সাবেক সভাপতি প্রয়াত চান শরীফ সরদারের সন্তান। রাজনৈতিকভাবে তিনি নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের ১৩ নম্বর ওয়ার্ডের সহ-সভাপতির দায়িত্ব পালন করছিলেন।
পারিবারিক সূত্র জানায়, গত ১৮ ডিসেম্বর অসুস্থ অবস্থায় হুমায়ন কবিরকে সদর থানা পুলিশ গ্রেফতার করে। বৈষম্যবিরোধী আন্দোলন সংক্রান্ত একটি মামলায় তাকে আটক করা হয়। গ্রেফতারের পর থেকেই তিনি নারায়ণগঞ্জ জেলা কারাগারে বন্দি ছিলেন।
নারায়ণগঞ্জ জেলা কারাগারের জেল সুপার ফোরকান জানান, সোমবার রাতে হুমায়ন কবিরের বুকে তীব্র ব্যথা অনুভূত হলে তাকে দ্রুত জাতীয় হৃদ্রোগ ইনস্টিটিউট হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকালে তার মৃত্যু হয়।