
গাজীপুর সিটি কর্পোরেশনের সালনার কাথোরা এলাকায় একটি ঝুট গুদামে ভয়াবহ আগুন লাগলেও ফায়ার সার্ভিসের দ্রুত তৎপরতায় বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো গেছে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে গুদামটিতে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের মোট চারটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্র জানায়, আব্দুল আউয়াল মিয়ার মালিকানাধীন বাসাবাড়ি সংলগ্ন একটি ঝুট গুদামে হঠাৎ করে আগুন লাগে। প্রথমে স্থানীয় বাসিন্দারা আগুন নেভানোর চেষ্টা করেন এবং দ্রুত ফায়ার সার্ভিসে খবর দেন। তবে অল্প সময়ের মধ্যেই আগুনের তীব্রতা বেড়ে যায়।
খবর পেয়ে রাজেন্দ্রপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নেভানোর কাজ শুরু করে। পরিস্থিতি আরও জটিল হলে ভোগড়া মডার্ন ফায়ার স্টেশন থেকে অতিরিক্ত আরও দুটি ইউনিট ঘটনাস্থলে যোগ দেয়। আগুন আশপাশের টিনশেড বসতঘরে ছড়িয়ে পড়ার আগেই দুপুর সোয়া ১টার দিকে চার ইউনিটের সম্মিলিত প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।
ভোগড়া মডার্ন ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার হিরন মিয়া বলেন, “দুপুর সোয়া একটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তবে বিকাল পৌনে ৩টার দিকেও ড্যাম্পিংয়ের কাজ চলছিলো। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে বলা যাবে। এ ঘটনায় কেউ হতাহত হয়নি।”
ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়লেও আগুন দ্রুত নিয়ন্ত্রণে আসায় স্থানীয়রা স্বস্তি প্রকাশ করেছেন।