
প্রবাসী বাংলাদেশিদের জন্য সুখবর দিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ নজরুল।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) তিনি নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে একটি পোস্টে এই তথ্য নিশ্চিত করেন। পোস্টে তিনি লিখেছেন, "প্রবাসী ভাইদের জন্য সুসংবাদ। প্রবাসীকল্যাণ ব্যাংক অচিরেই শরীয়াভিত্তিক ঋণ প্রদানের কার্যক্রম চালু করবে। আজকে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের সঙ্গে কথা হয়েছে।"
তিনি আরও উল্লেখ করেন, "ব্যাংকের পক্ষ থেকে জানানো হয়েছে, এই মাসের মধ্যে কার্যক্রম শুরু করা সম্ভব হবে। এই উদ্যোগ নিতে আমাদেরকে উৎসাহিত করেছেন শায়খ আহমাদুল্লাহ ভাইকে—তার প্রতি আন্তরিক ধন্যবাদ।"
এই পদক্ষেপ প্রবাসী কর্মীদের জন্য আর্থিক সহায়তা সহজ করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।