
শরীয়তপুরের জাজিরায় ককটেল বিস্ফোরণে সোহান বেপারী (৩২) নামে এক যুবক নিহত হয়েছেন। পুলিশের প্রাথমিক ধারণা, ককটেল তৈরির সময় বিস্ফোরণ ঘটে তার মৃত্যু হয়।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) ভোরে জাজিরা উপজেলার বিলাসপুর ইউনিয়নের মুলাই বেপারি কান্দি এলাকায় এই ঘটনা ঘটে। নিহত সোহান বেপারী পাশের সাতগড়িয়া কান্দি এলাকার বাসিন্দা দেলোয়ার বেপারীর ছেলে।
পুলিশ ও স্থানীয়দের তথ্য অনুযায়ী, জাজিরা উপজেলার বিলাসপুর ইউনিয়ন চেয়ারম্যান কুদ্দুস বেপারি ও স্বেচ্ছাসেবক লীগ নেতা জলিল মাদবরের অনুসারীদের মধ্যে দীর্ঘদিন ধরে এলাকায় প্রভাব বিস্তারকে কেন্দ্র করে বিরোধ চলছিল। সেই বিরোধের ধারাবাহিকতায় গত শনিবার দিবাগত রাত থেকে দুই পক্ষের মধ্যে একাধিকবার সংঘর্ষের ঘটনা ঘটে।
এরই মধ্যে বৃহস্পতিবার ভোরে বিকট শব্দে এলাকাবাসীর ঘুম ভেঙে যায়। পরে স্থানীয়রা কাছের একটি রসুন ক্ষেতে সোহান বেপারীর মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।