
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে কুমিল্লার দেবিদ্বারে শিক্ষার্থী আবু বকরকে হত্যাচেষ্টার মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা মনিরুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (৬ জানুয়ারি) রাতে দেবিদ্বার পৌর এলাকার বানিয়াপড়া গ্রামের নিজ বাসা থেকে তাকে আটক করা হয়। গ্রেপ্তার মনিরুল ইসলাম (৫২) ওই এলাকার মৃত জয়নাল আবেদীনের ছেলে।
পুলিশ ও মামলার নথি অনুযায়ী, ২০২৪ সালের ৪ আগস্ট দেবিদ্বার কলেজ রোডে আবু বকরকে হত্যার উদ্দেশ্যে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখম করা হয়। এ ঘটনায় আহত শিক্ষার্থীর বাবা মো. আবুল খায়ের বাদী হয়ে একই বছরের ১১ আগস্ট কুমিল্লার আদালতে ৭৩ জনকে আসামি করে মামলা দায়ের করেন।
মামলার তদন্তের অংশ হিসেবে অভিযান চালিয়ে মনিরুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। বুধবার (৭ জানুয়ারি) দুপুরে তাকে কুমিল্লার আদালতে হাজির করা হলে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। মনিরুল ইসলাম দেবিদ্বার পৌর আওয়ামী লীগের সহসভাপতি এবং বাজার কমিটির সাবেক সাধারণ সম্পাদক ছিলেন।
দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে তাকে নিজ বাসা থেকে গ্রেপ্তার করা হয়। তিনি জানান, গত বছরের ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় আবু বকরকে হত্যাচেষ্টার অভিযোগে করা মামলায় মনিরুল ইসলাম সন্দেহভাজন আসামি।