
যশোরের মনিরামপুরে সোমবার (৫ জানুয়ারি) সন্ধ্যা পৌনে ৬টার দিকে কপালিয়া বাজার এলাকায় প্রকাশ্যে গুলি চালিয়ে এক যুবককে হত্যা করেছে দুর্বৃত্তরা।
নিহত ব্যক্তি রানা প্রতাপ (৪৫), কেশবপুর উপজেলার আড়ুয়া গ্রামের বাসিন্দা।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, বিকেল আনুমানিক ৫টা ৪৫ মিনিটে রানা প্রতাপ কপালিয়া বাজারে অবস্থান করছিলেন। অজ্ঞাতনামা এক বা একাধিক ব্যক্তি লক্ষ্যভেদ করে গুলি চালায়, এতে তিনি ঘটনাস্থলেই মৃত্যু বরন করেন। হত্যার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
মনিরামপুর থানা পুলিশ খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
মনিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রজিউল্লাহ খান বলেন, “আমরা ঘটনাস্থলে উপস্থিত রয়েছি। মরদেহ উদ্ধার করা হয়েছে এবং ময়নাতদন্তের প্রস্তুতি চলছে।”