
খাগড়াছড়িতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) বড় একটি অংশ বিএনপিতে যোগ দিয়েছে। জেলা এনসিপির সাংগঠনিক সম্পাদক বিপ্লব কুমার ত্রিপুরার নেতৃত্বে তিন শতাধিক নেতাকর্মী আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগদান করেন।
সোমবার (০৫ জানুয়ারি) বিকেলে খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী ওয়াদুদ ভুইয়ার হাতে ফুলের তোড়া তুলে দিয়ে তারা বিএনপিতে যোগ দেন।
এ সময় উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি প্রবীন চন্দ্র চাকমা, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমএন আবছারসহ জেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের সিনিয়র নেতারা।
নবাগতদের স্বাগত জানিয়ে কেন্দ্রীয় বিএনপির কর্মসংস্থানবিষয়ক সহসম্পাদক ওয়াদুদ ভুইয়া বলেন, “কিছুটা দেরি হলেও রাজনীতির ময়দানে তারা সঠিক দিশা খুঁজে নিয়েছে, সঠিক ঠিকানায় এসেছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শকে ধারণ করে তারেক রহমানের নেতৃত্বে নতুন বাংলাদেশ নির্মাণে তাদের এ যোগদান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
যোগদান অনুষ্ঠানে বক্তব্য দেন খাগড়াছড়ি জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি প্রবীন চন্দ্র চাকমা, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমএন আবছার এবং বিপ্লব কুমার ত্রিপুরা।
এনসিপি ছেড়ে বিএনপিতে যোগ দেওয়ার বিষয়ে বিপ্লব কুমার ত্রিপুরা বলেন, “আমরা অনেক কষ্ট করে খাগড়াছড়িতে এনসিপিকে প্রতিষ্ঠিত করেছি। কিন্তু গণঅভ্যুত্থানের যে স্পিরিট তা ভুলে গিয়ে জামায়াতের সাথে নির্বাচনী জোট করেছে। আমরা বিশ্বাস করি পাহাড়ের উন্নয়ন ও সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় ওয়াদুদ ভুইয়ার বিকল্প নেই। সেই বিশ্বাস থেকেই আমরা তিন শতাধিক নেতাকর্মী দেশনায়ক তারেক রহমানের আদর্শকে ধারণ করে বিএনপিতে যোগদান করেছি।”