
ভোররাতে মশাল মিছিল থেকে ককটেল বিস্ফোরণের অভিযোগ—বগুড়ার ধুনটে আলোচিত সেই মামলায় ছাত্রলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বগুড়ার ধুনট উপজেলায় আওয়ামী লীগের মশাল মিছিল চলাকালে ছাত্রদল নেতাকর্মীদের ওপর ককটেল হামলার অভিযোগে দায়ের করা মামলায় সাকিব খান বিজয় (৩০) নামের এক ছাত্রলীগ নেতাকে আটক করা হয়েছে। রোববার দুপুর ১২টার দিকে তাকে আদালতের মাধ্যমে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়।
গ্রেপ্তার সাকিব খান বিজয় ধুনট উপজেলার পশ্চিমভরনশাহী গ্রামের বাসিন্দা। তিনি জাহিদুল ইসলাম খান আজাদের ছেলে এবং ধুনট পৌর ছাত্রলীগের সভাপতি। পুলিশ জানায়, শনিবার রাতে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ৩০ নভেম্বর রাত আনুমানিক ২টার দিকে উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা চৌকিবাড়ি ইউনিয়নের ভুবনগাঁতী উত্তরপাড়া তিনমাথা এলাকায় মশাল মিছিল বের করেন। এ সময় মিছিলকারীরা স্লোগান দিতে দিতে ছাত্রদল নেতাকর্মীদের লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করে, যা এলাকায় আতঙ্ক ছড়িয়ে দেয়।
এই ঘটনায় গত ১০ ডিসেম্বর গোপালনগর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি রাজু আহম্মেদ বাদী হয়ে ৩৫ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৬০–৭০ জনকে আসামি করে মামলা দায়ের করেন। ওই মামলায় অজ্ঞাত আসামি হিসেবে সাকিব খান বিজয়কে গ্রেপ্তার দেখানো হয়েছে।
ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম জানান, মামলার বাকি আসামিদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।