
দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকায় একটি মাদরাসা ভবনে বিস্ফোরণের ঘটনা ঘটেছে, এতে নারী ও শিশুসহ চারজন আহত হয়েছেন। পুলিশের অভিযানেই মাদরাসা থেকে বিস্ফোরক এবং বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
শনিবার (২৭ ডিসেম্বর) ঢাকা জেলার পুলিশ সুপার মো. মিজানুর রহমান জানান, “মাদরাসায় ঘটে যাওয়া বিস্ফোরণের রহস্য উদঘাটন করা হয়েছে। এ বিষয়ে আজ বিকেলে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় সংবাদ সম্মেলনে বিস্তারিত তথ্য জানানো হবে।”
প্রাথমিক তথ্যে জানা গেছে, হাসনাবাদের উম্মাল কুরা ইন্টারন্যাশনাল মাদরাসায় শুক্রবার দুপুরে বিস্ফোরণ ঘটে।
এই ঘটনায় আহত হয়েছেন মাদরাসার পরিচালক শেখ আল আমিন (৩২), তার স্ত্রী আছিয়া বেগম (২৮) এবং তাদের তিন সন্তানের মধ্যে দুই ছেলে—উমায়েত (১০) ও আব্দুল্লাহ (৭)।
পুলিশ জানায়, ভবনের ভেতর থেকে বিস্ফোরক, কেমিক্যাল এবং ককটেলসহ বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। তদন্ত চলমান রয়েছে এবং পুলিশ এ ঘটনার সঙ্গে জড়িত অন্য কোনো ব্যক্তির খোঁজে তল্লাশি চালাচ্ছে।