
যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারতে যাওয়ার সময় যুবলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে ইমিগ্রেশন পুলিশ। ঘটনা ঘটে বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকালে বেনাপোল স্থলবন্দর ইমিগ্রেশন চেকপোস্টে।
গ্রেপ্তারকৃত যুবলীগ নেতা মো. রাসেল পাঠান ময়মনসিংহ জেলার কোতোয়ালি থানাধীন সানকিপাড়া গ্রামের আব্দুর রাজ্জাক পাঠানের ছেলে। তিনি মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন।
ইমিগ্রেশন পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকাল ১০টার দিকে ভারতে যাওয়ার উদ্দেশ্যে বেনাপোল স্থলবন্দর ইমিগ্রেশন চেকপোস্টে উপস্থিত হলে তার নাম ইমিগ্রেশন সার্ভারে স্টপলিস্টে পাওয়া যায়। তখন তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়।
জিজ্ঞাসাবাদে জানা যায়, তার বিরুদ্ধে ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানায় একাধিক মামলা রয়েছে। এসব মামলার মধ্যে রয়েছে সন্ত্রাসবিরোধী ও বিস্ফোরকদ্রব্য আইন সম্পর্কিত মামলা। পরে তথ্য যাচাই করে সত্যতা নিশ্চিত হওয়ায় ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করে।
বেনাপোল পোর্ট থানার ওসি মো. আশরাফ হোসেন জানান, গ্রেপ্তার যুবলীগ নেতার বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।