.png)
মহান বিজয় দিবসকে ঘিরে মোংলা বন্দরে জনসাধারণের জন্য খুলে দেওয়া হয়েছে বাংলাদেশ নৌবাহিনী ও বাংলাদেশ কোস্টগার্ডের তিনটি যুদ্ধজাহাজ। কোস্টগার্ড সদর দপ্তর (মোংলা) সংলগ্ন জেটিতে দর্শনার্থীদের জন্য উন্মুক্ত রাখা হয়েছে বিসিজিএস কামরুজ্জামান ও বিসিজিএস তৌহিদ। একই সঙ্গে নৌবাহিনীর দ্বীগরাজ ঘাটিতে প্রদর্শনের জন্য রাখা হয়েছে বানৌজা আবু বক্কর।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সন্ধ্যা পর্যন্ত এই তিনটি জাহাজ সাধারণ মানুষের জন্য উন্মুক্ত থাকবে। দুপুর থেকেই বিভিন্ন বয়স ও পেশার হাজারো মানুষ জাহাজগুলো ঘুরে দেখতে ভিড় করেন। এ সময় বাংলাদেশ নৌবাহিনী ও কোস্টগার্ডের কর্মকর্তারা দর্শনার্থীদের জাহাজের কার্যক্রম, সক্ষমতা এবং ব্যবহৃত বিভিন্ন যন্ত্রাংশ সম্পর্কে বিস্তারিত ধারণা দেন।
বিজয় দিবস উপলক্ষে প্রদর্শিত সব জাহাজই বিশেষ সাজে সজ্জিত করা হয়েছে, যা দর্শনার্থীদের আগ্রহ আরও বাড়িয়ে তোলে।