
চুয়াডাঙ্গায় এক মহিলা সমাবেশে জামায়াতে ইসলামী সম্পর্কে প্রচলিত বিভ্রান্তির জবাব দিয়ে আলোচনায় এসেছেন জেলা আমির রুহুল আমিন। তিনি স্পষ্ট ভাষায় বলেছেন যে, জামায়াত কখনোই কারো কাছে জান্নাতের টিকিট বিক্রি করে না।
শুক্রবার সকালে জীবননগর উপজেলার জীবননগর পাইলট মাধ্যমিক বিদ্যালয় চত্বরে অনুষ্ঠিত এ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন তিনি। সমাবেশের সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতের মহিলা বিভাগের সেক্রেটারি সুমাইয়া নূর সিদ্দিকা। আয়োজনে ছিল জীবননগর উপজেলা জামায়াতে ইসলামী।
চুয়াডাঙ্গা জেলা আমির ও চুয়াডাঙ্গা ২ আসনের জামায়াত প্রার্থী রুহুল আমিন সমাবেশে বলেন, “আমরা নাকি মানুষের কাছে জান্নাতের টিকিট বিক্রি করি, এ ধরনের কথা জামায়াতে ইসলামীর কেউ কখনো বলে না।”
তিনি আরও বলেন, “আমাদের অনেক নেতাকে বিচারবহির্ভূতভাবে হত্যা করা হয়েছে। আমাদের অফিসগুলো বন্ধ করে দেওয়া হয়েছিল। নেতাদের জুডিশিয়াল কিলিং করা হয়েছিল। আমরা সবাই ন্যায় ও ইসলামপন্থি।”
আগামী নির্বাচনকে কেন্দ্র করে তিনি বলেন, “সামনে যে নির্বাচন আসছে- এ নির্বাচন শহীদের রক্তের বদলা নেওয়ার নির্বাচন। মানুষের অধিকার প্রতিষ্ঠা করার নির্বাচন। বাংলাদেশ থেকে চাঁদাবাজ ও দুর্নীতিমুক্ত হওয়ার নির্বাচন।”
সমাবেশে অতিথি হিসেবে ছিলেন জামায়াতে ইসলামীর যশোর-কুষ্টিয়া আঞ্চলিক সহকারী ফিরোজা ইয়াসমিন বিউটি। এছাড়া উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারি আসাদুজ্জামান আসাদ এবং জেলা জামায়াতের নায়েবে আমির আজিজুর রহমান। বিভিন্ন স্তরের মহিলা নেত্রীসহ কর্মী-সমর্থকরা সমাবেশে অংশ নেন।