
সাভারের আশুলিয়া এলাকায় দুর্বৃত্তরা পার্কিং করা একটি পিকআপে আগুন দিয়েছে, যার ফলে গাড়িটি ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। এই ঘটনা ঘটে শুক্রবার (১৪ নভেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে বাইপাইল-আবদুল্লাহপুর সড়কের আশুলিয়া সরকার মার্কেট এলাকায়।
ফায়ার সার্ভিস জানায়, স্থানীয়রা দুইজনকে মোটরসাইকেলে এসে পিকআপে আগুন দিতে দেখেন। উপস্থিত স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করেন এবং দ্রুত ফায়ার সার্ভিসকে খবর দেন।
জিরাবো মডার্ন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সিনিয়র স্টেশন ম্যানেজার আবু সায়েম মাসুম বলেন, “খবর পেয়ে আমাদের ইউনিট ঘটনাস্থলে পৌঁছায় এবং আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তবে পিকআপের ইঞ্জিন ও সামনের অংশ সম্পূর্ণ পুড়ে গেছে।”
এর আগে, বুধবার ভোরে একই এলাকায় ডিইপিজেড-আশুলিয়া-আব্দুল্লাহপুর সড়কে পার্কিং করা একটি আলিফ পরিবহনের বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছিল।