
কোস্টগার্ডের বিশেষ অভিযানে মিয়ানমার থেকে বাংলাদেশে পাচারের সময় বিপুল পরিমাণ ডাল ও সিমেন্ট জব্দ করা হয়েছে। এ ঘটনায় দুটি ট্রলার জব্দ করা হয় এবং ২২ জনকে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রাত ৭টার দিকে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট সাকিব মেহেবুব বিষয়টি নিশ্চিত করেন। এর আগে বুধবার দিবাগত রাতে সেন্টমার্টিন ছেড়াদ্বীপের দক্ষিণ-পশ্চিম সংলগ্ন সমুদ্র এলাকা থেকে এই তল্লাশি অভিযান চালানো হয়।
জব্দকৃত মালামালের মধ্যে রয়েছে ৬০০ বস্তা মটর ডাল এবং ৬৫০ বস্তা সিমেন্ট, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৩৩ লাখ ৫৭ হাজার ৫০০ টাকা।
কোস্টগার্ড জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে মিয়ানমার থেকে মদ, ইয়াবা ও অন্যান্য পণ্যের পাশাপাশি ডাল ও সিমেন্ট অবৈধভাবে বাংলাদেশে আনা হচ্ছে। খবর পাওয়ার পর কোস্টগার্ডের ‘জয় বাংলা’ জাহাজ ছেড়াদ্বীপের দক্ষিণ-পশ্চিম সমুদ্র এলাকায় বিশেষ অভিযান চালায়।
লেফটেন্যান্ট সাকিব মেহেবুব বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে অভিযানে নামা হয়েছে। এ সময় অবৈধভাবে শুল্ক-কর ফাঁকি দিয়ে মিয়ানমারে পাচারের জন্য রাখা ডাল ও সিমেন্ট জব্দ করা হয়। জব্দকৃত মালামাল ও আটকদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। কোস্টগার্ডের অভিযান অব্যাহত থাকবে।”