
বরগুনায় বিএনপি অফিস ভাঙচুর, সড়কে অগ্নিসংযোগ এবং হাতবোমা ফাটিয়ে নৈরাজ্য সৃষ্টির মামলায় জেলা যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও জেলা পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান মোজাম্মেল হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ তথ্য নিশ্চিত করেছেন বরগুনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াকুব হোসেন।
মঙ্গলবার (১১ নভেম্বর) দুপুর দেড়টার দিকে বরগুনা পৌর শহরের খারাকান্দা এলাকায় নিজের বাসা থেকে সদর থানা পুলিশ মোজাম্মেল হোসেনকে গ্রেপ্তার করে।
মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা গেছে, ২০২৩ সালের ১৭ মার্চ বরগুনা জেলা বিএনপির কার্যালয়ে ভাঙচুর, সড়কে টায়ার জ্বালিয়ে অগ্নিসংযোগ এবং হাতবোমা বিস্ফোরণের মাধ্যমে নৈরাজ্য সৃষ্টির অভিযোগে ৩০ এপ্রিল ২০২৫ রাতে মামলা দায়ের করেন প্রয়াত জেলা বিএনপি সাধারণ সম্পাদক এস এম নজরুল ইসলামের ছেলে এস এম নইমুল ইসলাম (শিপলু)।
মামলায় বরগুনা জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভুকে প্রধান আসামি হিসেবে উল্লেখ করা হয়েছে। এছাড়া ১৫৮ জন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীকে অভিযুক্ত করা হয়। মোজাম্মেল হোসেন ছিলেন ১১৪ নম্বর আসামি। মামলার পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে তার নিজ বাসায় অবস্থান করা তথ্য পাওয়ায় পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
বরগুনা থানার ওসি ইয়াকুব হোসেন বলেন, “বিএনপির কার্যালয় ভাঙচুর, সড়কে অগ্নিসংযোগ এবং হাতবোমা ফাটিয়ে নৈরাজ্য সৃষ্টির মামলার এজাহারভুক্ত আসামি মোজাম্মেল হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাকে আদালতে সোপর্দ করা হলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।”