প্রকৌশলীর হাত কেটে নেওয়ার হুমকি বিএনপি নেতার


প্রকৌশলীর হাত কেটে নেওয়ার হুমকি বিএনপি নেতার

ফেনী পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. জাকির উদ্দিনের হাত কাটার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে জেলা বিএনপির একজন নেতার বিরুদ্ধে। ঘটনার সূত্রপাত সোমবার রাতে ফেনী পৌরসভা ভবনে, যখন প্রকৌশলী স্থানীয় উন্নয়ন প্রকল্পের ঠিকাদারি সংক্রান্ত কাজের বিষয়ে ছিলেন।

অভিযোগে নাম উল্লেখিত নেতা কামরুল হাসান জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও জেলা ছাত্রদলের সাবেক সভাপতি। তার একটি ঠিকাদারি প্রতিষ্ঠান রয়েছে এবং অন্যান্য ঠিকাদারকেও কাজের সুযোগ দিয়ে থাকে কামরুলের প্রতিষ্ঠান।

বিশ্বব্যাংকের অর্থায়নে নোডাল সিটি প্রকল্পের আওতায় ফেনী শহরের শহীদ শহীদুল্লা কায়সার সড়ক এবং সংলগ্ন এলাকার উন্নয়নকাজের জন্য ২৮ কোটি ৭৪ লাখ টাকার দরপত্র আহ্বান করা হয়। পাঁচটি প্রতিষ্ঠান দরপত্রে অংশ নিলে প্রপার্টি ডেভেলপমেন্ট লিমিটেড (পিডিএল) সর্বনিম্ন দরদাতা হিসেবে নির্বাচিত হয়। সোমবার রাতে ওই প্রতিষ্ঠানের সঙ্গে পৌরসভার চুক্তি সম্পন্ন হয়।

নির্বাহী প্রকৌশলী জাকির উদ্দিন অভিযোগ করেন, ‘চুক্তির বিষয়টি জেনে কামরুল হাসান রাতে আমার কক্ষে আসেন। তিনি আমাকে একটি নির্দিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানকে কাজ দিতে চাপ দেন। অফিসের ল্যাপটপ ও ফাইলপত্র তছনছ করেন। আমাকে হুমকি দিয়ে বলেন, কে তোকে সই করতে বলছে, তোর হাত কেটে নেব।’

অন্যদিকে, কামরুল হাসান অভিযোগ অস্বীকার করে বলেন, ‘প্রকৌশলীর সঙ্গে আমার তর্ক হয়েছিল অন্য বিষয়ে। তিনি আমার কিছু কাজের বিল পরিশোধ না করে কমিশন দাবি করে আসছেন। তাঁকে হুমকির অভিযোগ সত্য নয়।’

ফেনী পৌরসভার প্রশাসক ও স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক গোলাম মো. বাতেন জানান, ঘটনার খবর পাওয়ার পর পুলিশকে জানানো হয়েছে। তিনি বলেন, ‘কামরুল হাসান দরপত্রে একটি পক্ষের হয়ে অংশ নিয়েছিলেন। কাজ না পাওয়ায় তিনি ক্ষোভ প্রকাশ করেছেন। কমিশন দাবির অভিযোগ ভিত্তিহীন। আগের সব বিল পরিশোধ করা হয়েছে।’

জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলাল বলেন, ‘ঘটনাটি দলীয়ভাবে গুরুত্বসহকারে দেখা হচ্ছে। দোষীদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। বিএনপির নাম ভাঙিয়ে ফেনীতে আমরা কাউকে অন্যায় করতে দেব না।’

ফেনী মডেল থানার ওসি মো. সামছুজ্জামান জানান, অভিযোগের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তিনি বলেন, ‘এই বিষয়ে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×