সিরাজগঞ্জে যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ


সিরাজগঞ্জে যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ

সিরাজগঞ্জ সদর উপজেলার একটি গ্রামে ভোরবেলা রক্তাক্ত অবস্থায় এক যুবকের মরদেহ পড়ে থাকতে দেখে এলাকাজুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। বৃহস্পতিবার (৯ অক্টোবর) সকালে ক্ষুদ্র শিয়ালকোল গ্রামের একটি পাকা সড়কের পাশে পড়ে থাকা লাশটি উদ্ধার করে পুলিশ।

নিহত ব্যক্তি মঞ্জুর আলম সেখ মঞ্জু, বয়স ৩৭। তিনি সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নের সরাইচন্ডি গ্রামের বাসিন্দা ইউনুস আলীর ছেলে।

সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেছুর রহমান জানান, “বুধবার (৮ অক্টোবর) রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা মঞ্জুকে কুপিয়ে ও গলা কেটে হত্যা করে লাশ ফেলে রেখে পালিয়ে গেছে। ঘটনাস্থল থেকে একটি মোটরসাইকেল ও একটি হেলমেট উদ্ধার করা হয়েছে।”

তিনি আরও জানান, “তিনি মাদক কারবারি ছিলেন। তার বিরুদ্ধে ছয়টি মামলা বিচারাধীন রয়েছে। মরদেহটি উদ্ধার করে শহীদ এম. মনসুর আলী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য।”

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×