কেন্দ্রীয় নেতাদের জেলা সম্মেলনের দাওয়াত দিয়ে ফেরার পথে বিএনপি নেতার মৃত্যু


কেন্দ্রীয় নেতাদের জেলা সম্মেলনের দাওয়াত দিয়ে ফেরার পথে বিএনপি নেতার মৃত্যু

রংপুর জেলা বিএনপির রাজনীতিতে দীর্ঘদিনের সক্রিয় মুখ আনিছুর রহমান লাকু হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। ঢাকায় কেন্দ্রীয় নেতাদের আমন্ত্রণ জানিয়ে ফেরার পথে তিনি অসুস্থ হয়ে পড়েন। মৃত্যুকালে তাঁর বয়স ছিল ৫৫ বছর।

বুধবার সকাল ৭টা ১০ মিনিটে বগুড়ার শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুর বিষয়টি রংপুর জেলা বিএনপির আহ্বায়ক সাইফুল ইসলাম নিশ্চিত করেছেন।

বিএনপির দলীয় সম্মেলন উপলক্ষে কেন্দ্রীয় নেতাদের আমন্ত্রণ জানাতে আনিছুর রহমান গত কয়েকদিন আগে ঢাকায় গিয়েছিলেন। আগামী ১৪ অক্টোবর অনুষ্ঠেয় রংপুর জেলা বিএনপির সম্মেলনে মহাসচিবসহ কেন্দ্রীয় নেতাদের আনুষ্ঠানিক দাওয়াত দিতে সেখানে সাংগঠনিক কার্যক্রম চালিয়ে যান তিনি। কাজ শেষ করে রংপুরে ফেরার সময় বগুড়ার শেরপুর এলাকায় তিনি হৃদরোগে আক্রান্ত হন। তাৎক্ষণিকভাবে তাকে বগুড়ার শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়, যেখানে পরদিন সকালে তার মৃত্যু হয়।

আনিছুর রহমান লাকুর মৃত্যুতে রংপুর বিএনপির নেতাকর্মীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। তার মরদেহ সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য রংপুর নগরীর গ্র্যান্ড হোটেল মোড়স্থ বিএনপির দলীয় কার্যালয়ে নেওয়া হয়। সেখানে দলীয় সহকর্মীরা শেষ শ্রদ্ধা জানান। বাদ আসর তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয় কালেক্টরেট ঈদগাঁ মাঠে এবং দ্বিতীয় জানাজা মাগরিবের পর অনুষ্ঠিত হয় নুরপুর হোমিও কলেজ সংলগ্ন জামে মসজিদ মাঠে।

রাজনৈতিক জীবনে আনিছুর রহমান লাকু বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। তিনি রংপুর মহানগর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক, জেলা যুবদলের সাধারণ সম্পাদক, কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক এবং জেলা ছাত্রদলের সভাপতির পদে দায়িত্ব পালন করেছেন।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×