সিরাজগঞ্জে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি করায় ২ ফার্মেসিকে জরিমানা


সিরাজগঞ্জে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি করায় ২ ফার্মেসিকে জরিমানা

সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় মেয়াদোত্তীর্ণ ওষুধ মজুদ ও বিক্রির দায়ে দুই ফার্মেসিকে ৭ হাজার টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন।

সোমবার (৬ অক্টোবর) বিকেল ৪টার দিকে উপজেলার জামতৈল বাজার এবং উপজেলা পরিষদ সংলগ্ন দুটি দোকানে অভিযান পরিচালনা করা হয়। এ সময় ‘খুশি মেডিকেল হল’ ও ‘মেসার্স মুক্তি ফার্মেসি’তে মেয়াদোত্তীর্ণ ওষুধ পাওয়া যায়।

পরে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৫১ ধারায় দুটি পৃথক মামলায় সংশ্লিষ্ট দোকান মালিকদের যথাক্রমে ৩ হাজার ও ৪ হাজার টাকা জরিমানা করা হয়।

কামারখন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা বিপাশা হোসাইন বলেন, দুটি দোকানকে সর্বমোট ৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×