বাউফলে তরমুজ ডাকাতির মূল হোতা গ্রেপ্তার


বাউফলে তরমুজ ডাকাতির মূল হোতা গ্রেপ্তার

পটুয়াখালীর বাউফলে ট্রলারসহ ১৫ লাখ টাকার তরমুজ ডাকাতি ও কৃষকদের ওপর হামলার ঘটনায় অবশেষে ধরা পড়েছে মূল হোতা কামাল হোসেন (৩৮)। শনিবার (৪ অক্টোবর) ভোরে ভোলা জেলার দক্ষিণ দিগালদি এলাকায় র‍্যাব-৮-এর পটুয়াখালী ও ভোলা ক্যাম্পের যৌথ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়।

র‍্যাব-৮ পটুয়াখালী ক্যাম্পের অধিনায়ক স্কোয়াড্রন লিডার রাশেদ আহসান বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, দীর্ঘদিন পলাতক থাকার পর তথ্যপ্রযুক্তি ব্যবহার করে কামালের অবস্থান শনাক্ত করা হয়। এরপর অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

র‍্যাব সূত্রে জানা যায়, গত ১৪ মার্চ রাতে গলাচিপা উপজেলার চর কাজল এলাকা থেকে প্রায় ১০ হাজার তরমুজবোঝাই একটি ট্রলার চাঁদপুরের উদ্দেশে রওনা দেয়। ট্রলারে পাঁচজন কৃষক ছিলেন, যার পণ্যের বাজারমূল্য প্রায় ১৫ লাখ টাকা। পথে তেঁতুলিয়া নদীর বাউফলের নাজিরপুর এলাকায় পৌঁছালে সশস্ত্র ডাকাত দল ট্রলারটি অবরুদ্ধ করে। পরে কৃষকদের ওপর হামলা চালিয়ে তরমুজবোঝাই ট্রলারটি লুট করে নিয়ে যায় তারা।

ঘটনার পর ভুক্তভোগী কৃষক শহিদুল মাতব্বর বাউফল থানায় অজ্ঞাত সাত-আটজনকে আসামি করে মামলা করেন।

স্কোয়াড্রন লিডার রাশেদ আহসান জানান, পুলিশের পাশাপাশি র‍্যাবের ছায়া তদন্তেও ঘটনার মূল পরিকল্পনাকারী হিসেবে কামাল হোসেনের নাম উঠে আসে। পরে তার অবস্থান নিশ্চিত করে অভিযান চালানো হয়। গ্রেপ্তারের পর তাকে বাউফল থানায় হস্তান্তর করা হয়েছে।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×