প্রচলিত নির্বাচন পদ্ধতি আর বাংলার জমিনে দেখতে চাই না: ফয়জুল করীম
- পিরোজপুর প্রতিনিধি
- প্রকাশঃ ০৮:২৬ পিএম, ২৯ সেপ্টেম্বর ২০২৫

বাংলাদেশে প্রচলিত নির্বাচনী ব্যবস্থা আর যেন টিকে না থাকে - এ আহ্বান জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম। তিনি বলেছেন, ভোটে পেশিশক্তি, কালো টাকার প্রভাব এবং জালিয়াতির যে সংস্কৃতি গড়ে উঠেছে, তা দেশের ভবিষ্যতের জন্য ভয়াবহ।
সোমবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে পিরোজপুর কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে ইসলামী আন্দোলন বাংলাদেশ জেলা শাখার আয়োজিত এক গণসমাবেশে তিনি এসব কথা বলেন। সমাবেশের মূল দাবি ছিল পিআর (প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতিতে নির্বাচন, রাষ্ট্রীয় সংস্কার, ‘জুলাই সনদ’-এর আইনি ভিত্তি এবং অপরাধীদের বিচার।
ফয়জুল করীম বলেন, “গত বছর জুলাই-আগস্টে ছাত্র আন্দোলন চলাকালে অনেক শিক্ষার্থী জীবন দিয়েছে, পঙ্গু হয়েছে এবং চোখ হারিয়েছে একটি সুন্দর দেশ পাওয়ার জন্য। প্রচলিত নির্বাচন পদ্ধতি কালো টাকার দৌরাত্ম্য, পেশিশক্তি এবং ভোট জালিয়াতির সুযোগ করে দেয়। যা দেশের সম্পদ বিদেশে পাচার এবং চাঁদাবাজির জন্ম দেয়। তাই এই নির্বাচন পদ্ধতি আর বাংলার জমিনে দেখতে চাই না।”
তিনি আরও বলেন, “পিআর পদ্ধতি চালু হলে একটি সুষম সংসদ তৈরি হবে। বিশ্বের ৯১টি দেশে এই পদ্ধতি চালু আছে এবং কোনো দেশই এটিকে বাতিল করেনি বরং নতুন করে আরও দেশ এই পদ্ধতির দিকে ঝুঁকছে।”
সমাবেশে তিনি অভিযোগ করেন, দেশের বেশিরভাগ রাজনৈতিক দলই পিআর পদ্ধতির পক্ষে হলেও কিছু প্রভাবশালী গোষ্ঠী তা প্রতিহত করতে চাইছে। ফয়জুল করীম বলেন, “তাই সরকারের প্রতি গণভোটের আহ্বান জানাচ্ছি। জনগণের কাছে মত জানতে চাওয়া হোক; তারা কোন পদ্ধতিতে নির্বাচন চায়।” তিনি উল্লেখ করেন, একটি নাগরিক পরিচালিত জরিপে ৭১ শতাংশ মানুষ পিআর পদ্ধতির পক্ষে মত দিয়েছেন।
অন্তর্বর্তী সরকারের কাছে তিনটি প্রধান দাবি তুলে ধরেন তিনি: নির্বাচনী ব্যবস্থার আমূল সংস্কার, হত্যাকাণ্ডে জড়িতদের দৃশ্যমান বিচার, এবং অবাধ ও সুষ্ঠু জাতীয় নির্বাচনের নিশ্চয়তা।
সমাবেশে সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ পিরোজপুর জেলা শাখার সভাপতি মাওলানা মুহাম্মাদ ইয়াহইয়া হাওলাদার এবং সঞ্চালনায় ছিলেন জেলা সেক্রেটারি মুহাম্মাদ মনিরুল হাসান। এতে আরও বক্তব্য দেন জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি আলহাজ নজরুল আহসান, ইসলামী যুব আন্দোলনের সভাপতি মুহাম্মাদ সাইদুল ইসলাম, জাতীয় ওলামা মাশায়েখ ও আইম্মা পরিষদের সভাপতি মাওলানা রফিকুল ইসলাম এবং ইসলামী ছাত্র আন্দোলনের সভাপতি মুহাম্মাদ তরিকুল ইসলাম।