তিন আবাসিক হোটেলে পুলিশের অভিযান, ১৪ নারীসহ গ্রেফতার ২০


তিন আবাসিক হোটেলে পুলিশের অভিযান, ১৪ নারীসহ গ্রেফতার ২০

খুলনার তিনটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে ১৪ জন নারীসহ ২০ জনকে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ। অসামাজিক কার্যকলাপের অভিযোগে রবিবার রাতে নগরীর হোটেল আর্কেডিয়া, হোটেল গার্ডেন এবং হোটেল সবুজ বাংলায় একযোগে এই অভিযান চালানো হয়।

সোমবার (২২ সেপ্টেম্বর) বিকেলে এ তথ্য নিশ্চিত করেন খুলনা মহানগর পুলিশের (কেএমপি) সহকারী পুলিশ কমিশনার খোন্দকার হোসেন আহম্মদ। তিনি বলেন, ‘ওই তিনটি হোটেলে দীর্ঘদিন ধরে অসামাজিক কার্যকলাপের অভিযোগ পেয়ে আসছিল পুলিশ। এরই পরিপ্রেক্ষিতে অভিযান চালিয়ে ২০ জনকে আটক করা হয়। তাদের মধ্যে ছয় জন পুরুষ এবং ১৪ জন নারী। তারা খুলনার বিভিন্ন উপজেলার বাসিন্দা। বিকালে কারাগারে পাঠানো হয়েছে তাদের।’

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাওলাদার সানোয়ার হোসেন মাসুম বলেন, ‘সোমবার বিকালে তাদের কারাগারে পাঠানো হয়েছে।’

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×