আমি ইচ্ছে করে বলিনি, মনের অজান্তে বের হয়ে গেছে: আমির হামজা
- খুলনা প্রতিনিধি
- প্রকাশঃ ০৭:২৪ পিএম, ২১ সেপ্টেম্বর ২০২৫

দেশের আলোচিত ইসলামি বক্তা ও কুষ্টিয়া-৩ আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মুফতি আমির হামজা সম্প্রতি দেওয়া কিছু বক্তব্য নিয়ে সৃষ্টি হওয়া বিতর্কের কারণে ক্ষমা প্রার্থনা করেছেন। দলের পক্ষ থেকেও তাকে রাজনৈতিক ইস্যুতে বক্তব্য না দিতে পরামর্শ দেওয়া হয়েছে।
রবিবার (২১ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে বাংলা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেন তিনি।
আমির হামজা বলেন, সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুহসিন হলে আজান দেওয়া প্রসঙ্গে আমার বক্তব্য নিয়ে সমালোচনা হচ্ছে। আসলে সলিমুল্লাহ মুসলিম হলের নাম বলার সময় মুখ ফসকে মুহসিন হলের নাম চলে এসেছে। এটি ইচ্ছে করে বলিনি। এজন্য আমি ক্ষমাপ্রার্থী। মুহসিন হলে নিষিদ্ধ ছাত্রলীগের জামানায় অনেক জুলুম-অত্যাচার হয়েছিল।
তিনি আরও বলেন, গতকাল (শনিবার) আলোচনার সময় বিষয়টি মনের অজান্তে বেরিয়ে গেছে। ইচ্ছাকৃত নয়। যারা কষ্ট পেয়েছেন, তারা যেন আমাকে ক্ষমা করে দেন।
আমির হামজা জানান, সংগঠনের দায়িত্বশীলরা তাকে ভবিষ্যতে রাজনৈতিকভাবে বিতর্কিত মন্তব্য না করার পরামর্শ দিয়েছেন। আজ রবিবার দুজন কেন্দ্রীয় দায়িত্বশীল আমার সঙ্গে কথা বলেছেন। তারা বলেছেন, মাহফিলে বক্তব্য দেওয়ার সময় যেন সতর্ক থাকি। তাই আমি ঠিক করেছি, এখন থেকে কেবল আয়াত-সূরা ভিত্তিক তাফসির করবো, অন্য কোনো বিষয়ে কিছু বলবো না।
বিতর্কিত এই বক্তা আরও বলেন, ক্ষমা চাইলে কি মানুষ ছোট হয়ে যায়? অতীতের জন্য আমি ভুল স্বীকার করেছি, তাই ক্ষমা চাইছি।
উল্লেখ্য, আওয়ামী লীগ সরকারের সময়ে আড়াই বছর কারাভোগ করেছিলেন মুফতি আমির হামজা। ২০২১ সালের ২৪ মে কুষ্টিয়ার পাটিকাবাড়ি ইউনিয়নের গ্রামের বাড়ি থেকে তাকে গ্রেফতার করে সিটিটিসির একটি দল। পরদিন তাকে পাঁচ দিনের রিমান্ডে নেওয়া হয়। দীর্ঘ কারাভোগ শেষে ২০২৩ সালের ৭ ডিসেম্বর তিনি মুক্তি পান। বর্তমানে তিনি জামায়াতে ইসলামী মনোনীত কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য প্রার্থী এবং জেলা জামায়াতের ইউনিট সদস্য।
এর আগেও নায়িকাদের নিয়ে বক্তব্যসহ বিভিন্ন ইস্যুতে তিনি সমালোচনার মুখে পড়েছিলেন এবং একাধিকবার নিজের মন্তব্যের জন্য প্রকাশ্যে ক্ষমা চাইতে হয়েছে।