ভাঙ্গায় থানা ও উপজেলা কার্যালয়ে হামলা, ধাওয়া খেয়ে পুলিশ আশ্রয় নিল মসজিদে


ভাঙ্গায় থানা ও উপজেলা কার্যালয়ে হামলা, ধাওয়া খেয়ে পুলিশ আশ্রয় নিল মসজিদে

ফরিদপুরের ভাঙ্গায় নির্বাচনী এলাকার সীমানা পুনর্বিন্যাস নিয়ে ক্ষোভের বিস্ফোরণ ঘটেছে। পুরোনো সীমানা ফিরিয়ে আনার দাবিতে আয়োজিত বিক্ষোভ সোমবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে সহিংসতায় রূপ নেয়, যার জেরে থানা ও উপজেলা পরিষদে হামলা চালানো হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর ১২টা ৩০ মিনিট থেকে ১টা ১৫ মিনিটের মধ্যে ভাঙ্গা উপজেলা কমপ্লেক্স এলাকায় টানা এক ঘণ্টা ধরে চলে হামলা ও ভাঙচুর। বিক্ষুব্ধ আন্দোলনকারীরা প্রথমে থানা চত্বরে প্রবেশ করে পুলিশের একাধিক যানবাহন ভাঙচুর করে এবং কিছুতে আগুন ধরিয়ে দেয়। পরে উপজেলা অফিসার্স ক্লাবে আগুন দেওয়া হয়।

তীব্র উত্তেজনার মধ্যে আন্দোলনকারীরা 'লং মার্চ টু ভাঙ্গা' কর্মসূচির অংশ হিসেবে লাঠি হাতে গোলচত্বর এলাকায় অবস্থান নেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কিছুসংখ্যক পুলিশ সদস্য চেষ্টা করলেও আন্দোলনকারীদের প্রতিরোধে তারা ব্যর্থ হন। পুলিশ সদস্যদের দিকে ধাওয়া দিলে তারা দ্রুত সরে গিয়ে আশ্রয় নেয় ভাঙ্গা মডেল মসজিদে। পরিস্থিতি কিছুটা শান্ত হলে তারা সেখান থেকে নিরাপদে থানায় ফিরে যান।

ঘটনার সময় গণমাধ্যমকর্মীদের ওপরও হামলা হয়। একজন সাংবাদিক জানান, "আমরা যখন ভাঙচুরের দৃশ্য ধারণ করছিলাম, তখন আন্দোলনকারীরা আমাদের দিকে তেড়ে আসে। ক্যামেরা ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়া হয় এবং শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়। পরে ঘটনাস্থল ত্যাগ করতে বাধ্য হই। এখন সবাই আত্মগোপনে আছি।”

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×