যৌনপল্লি থেকে যুবলীগ নেতা গ্রেফতার


যৌনপল্লি থেকে যুবলীগ নেতা গ্রেফতার

টাঙ্গাইলের যৌনপল্লি এলাকা থেকে শহর যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহ জনিকে আটক করেছে পুলিশ। তিনি বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার একটি মামলায় অভিযুক্ত ছিলেন।

পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে শাহ জনিকে টাঙ্গাইল আদালতে পাঠানোর প্রস্তুতি নেওয়া হয়। তিনি শহরের আকুর টাকুর পাড়া এলাকার বাসিন্দা এবং ইসরাফিলের ছেলে।

টাঙ্গাইল সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) তানবীর আহমেদ জানান, “গোপন সংবাদের ভিত্তিতে যৌনপল্লি এলাকা থেকে শাহ জনিকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার ঘটনায় একাধিক মামলা রয়েছে। তবে তাকে রিমান্ডে নেওয়ার আবেদন করা হয়নি।”

পুলিশ আরও জানায়, ২০২৪ সালের ৪ আগস্ট সকাল ১১টার দিকে টাঙ্গাইল শহরের বটতলা এলাকায় বৈষম্যবিরোধী আন্দোলনে অংশ নেওয়া কর্মীদের ওপর সন্ত্রাসীরা হামলা চালায় এবং গুলিবর্ষণ করে। ওই হামলায় কালিহাতী উপজেলার চিনামুরা গ্রামের বাসিন্দা লাল মিয়া গুলিবিদ্ধ হন।

পরে লাল মিয়া বাদী হয়ে দায়ের করা মামলায় জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ মোট ২৩০ জনকে আসামি করা হয়। মামলায় অজ্ঞাতপরিচয় ১৫০ থেকে ২০০ জনকেও অভিযুক্ত করা হয়েছে। এ মামলার চার্জশিটে শাহ জনির নাম ৪১ নম্বর আসামি হিসেবে অন্তর্ভুক্ত রয়েছে।

পুলিশের তথ্যমতে, শাহ জনির বিরুদ্ধে আগে থেকেই একাধিক অভিযোগ রয়েছে। তবে বর্তমানে তাকে জিজ্ঞাসাবাদের জন্য কোনো রিমান্ড চাওয়া হয়নি।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×