কুড়িগ্রামে কেন্দ্রীয় কালী মন্দির পরিদর্শন করলেন উপদেষ্টা ফরিদা আখতার


কুড়িগ্রামে কেন্দ্রীয় কালী মন্দির পরিদর্শন করলেন উপদেষ্টা ফরিদা আখতার

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কুড়িগ্রামের কেন্দ্রীয় কালী মন্দির পরিদর্শন করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার।

রোববার (১৪ সেপ্টেম্বর) রাতে কুড়িগ্রাম শহরের কালিবারী বাজার এলাকায় অবস্থিত কেন্দ্রীয় কালী মন্দিরে তিনি পূজামণ্ডপ পরিদর্শনে যান।

পরিদর্শনের সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন কুড়িগ্রামের জেলা প্রশাসক সিফাত মেহনাজ, পুলিশ সুপার মো. মাহফুজুর রহমান, পূজা উদ্‌যাপন ও হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের আহ্বায়ক সুভাষ চন্দ্র সরকার এবং পূজা উদযাপন ফ্রন্টের কুড়িগ্রাম জেলা শাখার সদস্য সচিব স্বপন কুমার সাহা প্রমুখ।

 

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×