আশুলিয়ায় যৌথবাহিনীর অভিযানে ৪ মাদক ব্যবসায়ী আটক
- সাভার প্রতিনিধি
- প্রকাশঃ ০৯:৫২ পিএম, ১৩ সেপ্টেম্বর ২০২৫

সাভারের আশুলিয়ায় যৌথবাহিনীর বিশেষ অভিযানে চার জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। অভিযানে তাদের কাছ থেকে ১২২ পুড়িয়া গাঁজা, গাঁজা সেবনের সরঞ্জাম, একটি পালসার মোটরসাইকেল এবং একটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।
শনিবার (১৩ সেপ্টেম্বর) ভোরে আশুলিয়ার বাইপাইল এলাকায় অভিযানের সময় রাব্বি, সাইদুর, বকুল ও আজিজুর নামে চারজনকে আটক করা হয়। তারা আশুলিয়ার কান্দাইল গাজীরচট এলাকার বাসিন্দা।
যৌথ বাহিনীর সূত্র জানায়, রাত্রিকালীন টহলের সময় বাইপাইল এলাকায় তিন মোটরসাইকেল আরোহীকে সন্দেহজনকভাবে চলাচল করতে দেখা যায়। সেনা টহল দল সংকেত দিলে তারা মোটরসাইকেল ফেলে পালানোর চেষ্টা করে। ধাওয়ার পর রাব্বি ও সাইদুরকে আটক করা হয়। তখন তারা মাদকাসক্ত অবস্থায় ছিলেন এবং তাদের কাছ থেকে গাঁজা উদ্ধার করা হয়।
পরে তাদের দেওয়া তথ্য অনুযায়ী কান্দাইল গাজীরচট এলাকায় অভিযান চালিয়ে বকুল ও আজিজুরকে আটক করা হয়। তাদের বাড়ি তল্লাশি করে আরও গাঁজা ও একটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
জয়েন্ট ফোর্স জানায়, আটককৃতরা এবং উদ্ধারকৃত মোটরসাইকেল, মাদক ও অস্ত্র আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আশুলিয়া থানা-তে হস্তান্তর করা হয়েছে। পাশাপাশি, অপরাধ দমন কার্যক্রমে নিয়মিত অভিযান চালিয়ে যাওয়ার কথাও উল্লেখ করা হয়েছে।