চট্টগ্রামে ডেঙ্গু-চিকুনগুনিয়া: ২৪ ঘণ্টায় নতুন আক্রান্ত ৭২
- চাঁদপুর প্রতিনিধি
- প্রকাশঃ ০৬:২৬ পিএম, ১০ সেপ্টেম্বর ২০২৫
.jpg)
চট্টগ্রামে ডেঙ্গু ও চিকুনগুনিয়ার সংক্রমণ বেড়ে চলেছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ৪৩ জন এবং চিকুনগুনিয়ায় ২৯ জন। এই তথ্য বুধবার (১০ সেপ্টেম্বর) দুপুরে নিশ্চিত করেছেন সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম।
ডেঙ্গু রোগীদের মধ্যে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন ২১ জন, বিআইটিআইডিতে ৯ জন, চট্টগ্রাম জেনারেল হাসপাতালে ৪ জন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩ জন এবং বেসরকারি হাসপাতালে ৬ জন।
সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুযায়ী, চলতি বছর চট্টগ্রামে মোট ১ হাজার ৮৬৬ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন, এদের মধ্যে ১৭ জনের মৃত্যু হয়েছে। গত আগস্টে আক্রান্তের সংখ্যা ছিল ৭০৫, আর সেপ্টেম্বরের এ পর্যন্ত ২৮৬ জন নতুন রোগী শনাক্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে ৯৭৬ জন নগরীর এবং ৮৯০ জন জেলার অন্যান্য এলাকার বাসিন্দা। মোট আক্রান্তদের মধ্যে ৯৯০ জন পুরুষ, ৫৬৪ জন নারী ও ৩১২ জন শিশু।
চিকুনগুনিয়ায় এই বছর মোট ৩ হাজার ১৭৭ জন আক্রান্ত হয়েছেন। এর মধ্যে শিশু ২২৫ জন, পুরুষ ১ হাজার ৬৮৯ জন এবং নারী ১ হাজার ২৬৩ জন।
উপজেলা পর্যায়ের ডেঙ্গু আক্রান্তদের মধ্যে সীতাকুণ্ডে ৩২১, বাঁশখালীতে ১৫৯, আনোয়ারায় ৮১, লোহাগাড়ায় ৮১, সাতকানিয়ায় ৫৬, রাউজানে ৩২, কর্ণফুলীতে ২৯, হাটহাজারীতে ২৬, চন্দনাইশে ২৪, পটিয়ায় ২০, মীরসরাইয়ে ১৫, বোয়ালখালীতে ১০, ফটিকছড়িতে ১৪, রাঙ্গুনিয়ায় ১২ এবং সন্দ্বীপে ১০ জন রয়েছেন।
পরিসংখ্যান অনুযায়ী, ২০২৪ সালে এ পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ৪ হাজার ৩২৩ জন এবং মারা গেছেন ৪৫ জন। তুলনামূলকভাবে, ২০২৩ সালে আক্রান্ত হয়েছিল ১৪ হাজার ৮৭ জন এবং মৃত্যু হয়েছিল ১০৭ জনের, আর ২০২২ সালে আক্রান্ত হয়েছিল ৫ হাজার ৪৪৫ জন এবং মারা গেছেন ৪১ জন।