কুবি শিক্ষার্থী ও তার মাকে হত্যার ঘটনায় সন্দেহভাজন একজনকে আটক করেছে র্যাব
- কুবি প্রতিনিধি
- প্রকাশঃ ০৪:৪০ পিএম, ০৮ সেপ্টেম্বর ২০২৫

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সুমাইয়া আফরিন ও তার মা তাহমিন বেগমকে 'হত্যা'র ঘটনায় সন্দেহভাজন একজনকে আটক করেছে র্যাব-১১ সিপিসি-২, কুমিল্লা কোম্পানি। আটককৃতের নাম আব্দুর রব (৭৩)।
সোমবার (৮ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-১১ সিপিসি-২ এর কুমিল্লা কোম্পানি অধিনায়ক মেজর সাদমান ইবনে আলম।
জানা গেছে, আব্দুর রব (৭৩) পেশায় একজন কবিরাজ। তার বাড়ি লাঙ্গলকোট উপজেলায়। নিহতদের সঙ্গে সর্বশেষ যোগাযোগ হয়েছিল আব্দুর রবের, এমন তথ্য জানিয়েছে র্যাব।
র্যাব-১১ সিপিসি-২ এর কুমিল্লা কোম্পানি অধিনায়ক মেজর সাদমান ইবনে আলম বলেন, "সন্দেহভাজন একজনকে লাঙ্গলকোট থেকে দুপুরে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ চলছে।"
উল্লেখ্য, সোমবার (৮ সেপ্টেম্বর) সকালে কুমিল্লা নগরীর কালিয়াজুরী এলাকায় নিজ বাসা থেকে লোক প্রশাসন বিভাগের শিক্ষার্থী সুমাইয়া আফরিন ও তার মা তাহমিনা বেগমের মরদেহ উদ্ধার করে পুলিশ। প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে, এটি একটি 'পরিকল্পিত হত্যাকাণ্ড'।