রাঙামাটিতে মধু পূর্ণিমা পালন


রাঙামাটিতে মধু পূর্ণিমা পালন

রাঙামাটিতে বৌদ্ধ ধর্মাবলম্বীরা যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে মধু পূর্ণিমা উদযাপন করেছেন। রবিবার সকালে রাঙামাটির রাজ বনবিহারে নানা ধর্মীয় আচার অনুষ্ঠানের আয়োজন করা হয়। মধু পূর্ণিমা বৌদ্ধ ধর্মাবলম্বীদের কাছে দ্বিতীয় সর্বোচ্চ ধর্মীয় অনুষ্ঠান হিসেবে খ্যাত।

রাজ বনবিহারের মাঠে অনুষ্ঠিত ধর্মীয় আলোচনা সভায় ধর্মদেশনা প্রদান করেন আবাসিক ভিক্ষু সংঘের প্রধান শ্রীমৎ প্রজ্ঞালংকার মহাস্থবির। অনুষ্ঠানে শতশত বৌদ্ধ নারী ও পুরুষ অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে সংঘদান, অষ্টপরিস্কার দান, বুদ্ধ মূর্তি দান, মধু দান, বুদ্ধ পূজা এবং পঞ্চশীল গ্রহণসহ নানাবিধ ধর্মীয় কর্মসূচি সম্পন্ন করা হয়।

স্থানীয় বৌদ্ধ ধর্মাবলম্বীরা জানান, বহু বছর আগে ভাদ্র মাসের এই পূর্ণিমায় বুনো হাতি বন থেকে ফলমূল সংগ্রহ করে ধ্যানরত বুদ্ধকে দান করতে দেখে, বনের বানররাও মৌচাকের মধু সংগ্রহ করে তা দানে মগ্ন হয়েছিল। সেই ঘটনাকে স্মরণ করে প্রতি বছরের এই দিনে মধু পূর্ণিমা উদযাপন করা হয়। এই পূর্ণিমা তিথিকে ভাদ্র পূর্ণিমা নামেও অভিহিত করা হয়।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×