খাগড়াছড়ির রামগড়ে আগুনে পুড়ে ছাই ৯ দোকান


খাগড়াছড়ির রামগড়ে আগুনে পুড়ে ছাই ৯ দোকান

খাগড়াছড়ির রামগড় উপজেলার পাতাছড়া বাজারে শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে আগুনের ঘটনা ঘটেছে, যেখানে ৯টি দোকান সম্পূর্ণভাবে পুড়ে গেছে। ফায়ার সার্ভিস এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

স্থানীয়রা জানিয়েছেন, আগুনের সূত্রপাত হয় আবুল হোসেনের মুদি ও মিষ্টির দোকান থেকে, যা বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে লেগে থাকতে পারে। রামগড় ফায়ার সার্ভিস স্টেশন অফিসার (ভারপ্রাপ্ত) বিশ্বান্তর বড়ুয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

দোকানটিতে প্রায় ৫ লাখ টাকার মালামাল এবং নগদ ২৫ হাজার টাকা ছিল বলে দোকান মালিক আবুল হোসেন জানান। প্রাথমিকভাবে ক্ষতির পরিমাণ আনুমানিক ১২–১৫ লাখ টাকা হিসেবে ধরা হয়েছে।

স্থানীয় বাসিন্দা নুর উদ্দিন জানিয়েছেন, আগুন দ্রুত ছড়িয়ে পড়ে পাশের দোকানগুলোতেও, কারণ ওই দিন বেশিরভাগ দোকান বন্ধ ছিল। আগুন নেভানোর সময় অন্তত ৫ জন আহত হন।

বিশ্বান্তর বড়ুয়া জানান, প্রাথমিক ধারণা অনুযায়ী বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। তবে তদন্ত শেষে ক্ষয়ক্ষতির চূড়ান্ত হিসাব পাওয়া যাবে।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×