‘ভুয়া পুলিশ’ বলে চিৎকার, সত্যি ভেবে ‘সিআইডি’ সদস্যদের গণপিটুনি দিল জনতা


‘ভুয়া পুলিশ’ বলে চিৎকার, সত্যি ভেবে ‘সিআইডি’ সদস্যদের গণপিটুনি দিল জনতা

যশোরে অভিযানের সময় পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) চার সদস্যের ওপর হামলা হয়েছে। এর মধ্যে কনস্টেবল শহিদুল ইসলাম গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি আছেন।

ঘটনাটি ঘটে বুধবার সন্ধ্যায় শহরের রাজারহাট মোড়ে। এ ঘটনায় পুলিশ দুটি মামলা করেছে, একটি সরকারি কাজে বাধা ও অন্যটি মাদক আইনে।

সিআইডি জানায়, এসআই হাবিব, এসআই তরিকুল ইসলাম, এএসআই জাহিদ হোসেন ও কনস্টেবল শহিদুল ইয়াবা উদ্ধার অভিযানে যান। এসময় তুষার নামে এক যুবককে একটি রেস্টুরেন্টে নিয়ে তল্লাশি করে তার কাছ থেকে ২০ পিস ইয়াবা পাওয়ার দাবি করে।

তবে তুষার 'ভুয়া পুলিশ' বলে চিৎকার করলে স্থানীয়রা সিআইডি সদস্যদের ওপর হামলা চালায়। পরে কোতোয়ালি থানা পুলিশ তাদের উদ্ধার করে।

চা দোকানি মোতাহার হোসেন বলেন, "তুষার বলছিলো, আমার টাকা-মোবাইল নিয়ে যাচ্ছে। ভুয়া সিআইডি পরিচয়ে। তখন কিছু লোক উত্তেজিত হয়ে তাদের মারধর করে।"

স্থানীয়রা জানান, তুষারের বিরুদ্ধে মাদকের মামলা না থাকলেও মারামারির মামলা রয়েছে। তাদের মতে, সিআইডি যদি ইউনিফর্মে থাকতো, বিভ্রান্তি হতো না।

তুষারের দাবি, ইয়াবা দিয়ে ফাঁসানোর চেষ্টা করায় মারামারি হয়। এক ভিডিওতে তাকে বলতে শোনা যায়, মোবাইল ও টাকা নিয়ে নেওয়ার চেষ্টা করা হয়েছিল।

কোতোয়ালি থানার ওসি আবুল হাসনাত বলেন, "সরকারি কাজে বাধা এবং মাদক আইনে দুটি মামলা হয়েছে। তুষারসহ কয়েকজন আসামি। তবে এখনো কাউকে গ্রেপ্তার করা হয়নি।"

সিআইডির বিশেষ পুলিশ সুপার মোসা. সিদ্দিকা বেগম বলেন, "আমাদের সদস্যরা অভিযানে গিয়েছিল। কাউকে অহেতুক ফাঁসানোর প্রশ্নই আসে না।"

 

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×