উত্তরা ইপিজেডে শ্রমিক সংঘর্ষে নিহত ১, সব কারখানা বন্ধ


উত্তরা ইপিজেডে শ্রমিক সংঘর্ষে নিহত ১, সব কারখানা বন্ধ

নীলফামারীর উত্তরা রপ্তানি প্রক্রিয়াকরণ জোনে (ইপিজেড) শ্রমিকদের আন্দোলন ভয়ঙ্কর সংঘর্ষে রূপ নিয়েছে। ২৩ দফা দাবি নিয়ে গত শনিবার থেকে এভারগ্রীন কোম্পানির শ্রমিকরা বিক্ষোভ শুরু করলে তা অন্যান্য কারখানার শ্রমিকদের মধ্যেও ছড়িয়ে পড়ে।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) যৌথ বাহিনী মাঠে নেমে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করলে সংঘর্ষ বাধে। এতে হাবিবুর রহমান হাবিব নামে একজন শ্রমিক নিহত হন, আর অন্তত ১৫ জন আহত হন। বিকেলের দিকে সেনাবাহিনী, পুলিশ ও র‌্যাবের যৌথ উদ্যোগে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

এই ঘটনার পর বুধবার (৩ সেপ্টেম্বর) ইপিজেডের সব কারখানা বন্ধ রাখা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষের (বেপজা) নিরাপত্তা বাহিনীর প্রধান আশরাফুল ইসলাম।

তিনি বলেন, গতকালই জানানো হয়েছিল, আজ বুধবার কোনো কারখানা খোলা থাকবে না। বিকেলে বৈঠকে সিদ্ধান্ত হবে আগামীকাল থেকে কারখানাগুলো চালু থাকবে কি না।
স্থানীয় বাসিন্দা সাইফুল ইসলাম জানান, ঘটনার পর উত্তেজনা ছড়ালেও সেনাবাহিনী ও পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। আমরা চাই দ্রুত সমস্যার সমাধান করে ইপিজেড চালু করা হোক।

আরেক বাসিন্দা সুলতানা রাজিয়া বলেন, কয়েক দিন ধরে কিছু শ্রমিক আন্দোলন করছিল। কিন্তু হঠাৎ এত বড় ঘটনা ঘটে গেল। এখন পরিস্থিতি শান্ত আছে। তবে ইপিজেড বন্ধ হওয়ার গুঞ্জন শুনছি। তা হলে আমরা তীব্র প্রতিবাদ জানাব।

ইপিজেড মোড়ে দোকানদার রইছুল ইসলাম বলেন, কোম্পানিগুলো বন্ধ থাকায় বেচাকেনা নেই। এখানে যারা আসেন, তারা ইপিজেডের উদ্দেশেই আসেন। বিক্রি না থাকায় লোনের কিস্তি আর পরিবারের খরচ সামলাতে হিমশিম খেতে হবে।

এদিকে, শ্রমিক নিহত হওয়ার ঘটনায় বিভিন্ন রাজনৈতিক দল ও শ্রমিক সংগঠন প্রতিক্রিয়া জানিয়েছে। মঙ্গলবার রাতেই নীলফামারী শহরে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এক সংবাদ সম্মেলনে বলেন, শ্রমিকদের বিরুদ্ধে কোনো মিথ্যা বা হয়রানিমূলক মামলা দেওয়া যাবে না। গুলির নির্দেশদাতাকে শনাক্ত করে তদন্তসাপেক্ষে বিচার করতে হবে।

সংবাদ সম্মেলনে আরও বলা হয়, প্রাণনাশের ঘটনায় এমন কোনো অস্ত্র নীলফামারী জেলার কোথাও আইনশৃঙ্খলা বাহিনী ব্যবহার করতে পারবে না। মোট সাত দফা দাবি তুলে ধরে বক্তব্য দেন এনসিপির কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সংগঠক আবু সাঈদ লিওনসহ স্থানীয় নেতারা।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×