যুবদলের সমাবেশের মঞ্চে কৃষক লীগ সভাপতি
- সুনামগঞ্জ প্রতিনিধি
- প্রকাশঃ ০৮:১১ পিএম, ০১ সেপ্টেম্বর ২০২৫

সুনামগঞ্জের জামালগঞ্জে উপজেলা যুবদলের কর্মী সমাবেশে মঞ্চের প্রথম সারিতে উত্তর ইউনিয়ন কৃষক লীগের সাবেক সভাপতি খুরশেদ আলম ভূঁইয়াকে বসে থাকতে দেখা যাওয়ায় ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।
বুধবার উত্তর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে আয়োজিত এ সমাবেশে শুরুতে বিষয়টি নজরে না এলেও পরবর্তীতে অনুষ্ঠানের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিরূপ প্রতিক্রিয়া দেখা দেয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, উত্তর ইউনিয়নের ভূঁইয়ার হাটি গ্রামে অনুষ্ঠিত এ কর্মী সমাবেশে সভাপতিত্ব করেন ইউনিয়ন যুবদল সভাপতি সোহরাব হোসেন মাসুম এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আব্দুস সালাম। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা যুবদলের আহ্বায়ক মোজাম্মেল হক স্বপন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবুল লেইছ, যুগ্ম আহ্বায়ক শাহ মো. লিয়াকত, এমদাদুর রহমান হিরণসহ উপজেলা ও ইউনিয়ন যুবদলের শীর্ষ নেতারা।
সমাবেশ চলাকালে কৃষক লীগের সাবেক নেতা খুরশেদ আলম ভূঁইয়াকে মঞ্চের সামনের সারিতে বসা অবস্থায় দেখা যায়।
এ বিষয়ে জামালগঞ্জ উপজেলা কৃষক লীগের এক দায়িত্বশীল নেতা (যিনি নাম প্রকাশ করতে চাননি) জানান, খুরশেদ আলম ভূঁইয়া একসময় উত্তর ইউনিয়ন কৃষক লীগের সভাপতি ছিলেন।
নিজের অবস্থান ব্যাখ্যা করে খুরশেদ আলম ভূঁইয়া বলেন, স্থানীয় আবুল হোসেন মেম্বারের বাড়িতে অনুষ্ঠিত এ সমাবেশে আমাকে মুরুব্বি হিসেবে ডেকে মঞ্চে বসানো হয়। এখন আমার বিরুদ্ধে লেখালেখি হচ্ছে, এগুলো আমার ভালো লাগছে না।
অন্যদিকে উপজেলা যুবদলের আহ্বায়ক মোজাম্মেল হক স্বপন বলেন, ওয়ার্ড কমিটি গঠনের লক্ষ্যে আমরা আবুল হোসেন ভূঁইয়ার বাড়িতে কর্মী সমাবেশ করেছি। কিন্তু কৃষক লীগের সাবেক সভাপতি কখন মঞ্চে এসে বসেছেন, তা আমাদের খেয়াল হয়নি। তাকে আমরা আমন্ত্রণও জানাইনি।