মনিরামপুরে ছুরিকাঘাতে আ.লীগ নেতা নিহত
- যশোর প্রতিনিধি
- প্রকাশঃ ১২:৫৯ এম, ৩১ আগস্ট ২০২৫

যশোরের মনিরামপুরে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আশরাফুল ইসলাম (৪৫) নামে এক আওয়ামী লীগ নেতা নিহত হয়েছেন। শনিবার (৩০ আগস্ট) রাত ৯ টার দিকে উপজেলার রাজগঞ্জ বাজার এলাকায় এ ঘটনা ঘটে। এসময় তার সঙ্গে থাকা তারেক নামের এক যুবক গুরুতর আহত হন।
নিহত আশরাফুল ইসলাম মনিরামপুর উপজেলার চালুয়াহাটি ইউনিয়নের ১নং ওয়ার্ড (মোবারকপুর) আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন। তিনি স্থানীয় মোবারকপুর গ্রামের বাসিন্দা এবং আজাহার মাস্টারের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে আশরাফুল ও তারেক রাজগঞ্জ বাজার সড়কে দাঁড়িয়ে ছিলেন। এ সময় অজ্ঞাতনামা দুর্বৃত্তরা তাদের ওপর হামলা চালিয়ে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই আশরাফুল মারা যান। গুরুতর আহত তারেককে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রাজগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক মো. কামাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তবে হত্যার কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে কিছু জানাতে পারেননি তিনি।