গণঅধিকার পরিষদের শতাধিক নেতাকর্মীর পদত্যাগ


গণঅধিকার পরিষদের শতাধিক নেতাকর্মীর পদত্যাগ

নওগাঁয় গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির বিরুদ্ধে একের পর এক অভিযোগ তুলে দলটির শতাধিক নেতাকর্মী একযোগে পদত্যাগ করেছেন। শুক্রবার (২৯ আগস্ট) দুপুরে শহরের প্যারীমোহন সাধারণ গ্রন্থাগার মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তারা এই সিদ্ধান্ত ঘোষণা করেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জেলা কমিটির সহসভাপতি এবাদুল ইসলাম। তার সঙ্গে উপস্থিত ছিলেন সহসভাপতি আখতারুল ইসলাম, যুগ্ম-সাধারণ সম্পাদক মেহেদী হাসান, সহসাংগঠনিক সম্পাদক আবু রায়হান, ছাত্র অধিকার পরিষদের জেলা সভাপতি শাকিব খানসহ অন্যান্য জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা।

এবাদুল ইসলাম তার বক্তব্যে বলেন, আদর্শ, নৈতিকতা আর নতুন ধারার রাজনীতির কথা বলে যাত্রা শুরু করলেও গণঅধিকার পরিষদ এখন পুরোপুরি বিপথে। তৃণমূল নেতাকর্মীদের সম্পূর্ণ অবমূল্যায়ন করা হচ্ছে এবং কেন্দ্রীয় নেতৃত্ব একক আধিপত্য বিস্তার করে, স্বৈরাচারী আচরণ করছে। দলের অভ্যন্তরে মত প্রকাশের কোনো সুযোগ নেই এবং সব সিদ্ধান্ত ওপর থেকে একতরফাভাবে চাপিয়ে দেওয়া হচ্ছে।

তিনি অভিযোগ করেন, সম্প্রতি জেলা কমিটি গঠনে তৃণমূলের কোনো মতামত বা ভোট বিবেচনায় না নিয়েই ‘অলৌকিক ক্ষমতায়’ কমিটি ঘোষণা করা হয়েছে, যা এমনকি দায়িত্বপ্রাপ্ত উপকমিটিও জানতো না। এ ছাড়া তিনি দাবি করেন, কমিটি গঠনে অর্থ বাণিজ্য হয়েছে এবং কেন্দ্রীয় নেতাদের আনতে জেলা নেতাকর্মীদের কাছ থেকে অর্থ আদায় করা হচ্ছে, যা অনৈতিক চাপের শামিল।

লিখিত বক্তব্যে তিনি আরও বলেন, সংগঠনের মূল নেতৃত্বের বদলে নিয়ন্ত্রণ করছে যুব অধিকার পরিষদ, যা সাংগঠনিক নিয়মের পরিপন্থি। তিনি রাজশাহী বিভাগের সাংগঠনিক সম্পাদক সুমন কবির, কেন্দ্রীয় নেতা আমিনুল ইসলাম মাসুদ এবং এস এম সাব্বিরের বিরুদ্ধে অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগও তোলেন।

জেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি শাকিব খান বলেন, সদ্যঘোষিত জেলা কমিটিতে সাধারণ সম্পাদক হিসেবে যাকে মনোনীত করা হয়েছে তার কোনো সাংগঠনিক যোগ্যতা নেই। তাকে নিছক স্বজনপ্রীতির মাধ্যমে পদ দেওয়া হয়েছে। সেই সঙ্গে ঘোষণা দেন, বর্তমান কমিটিকে প্রত্যাখ্যান করে গণঅধিকার পরিষদকে নওগাঁয় ‘অবাঞ্ছিত’ ঘোষণা করা হলো। সংগঠনটির আর কোনো অস্তিত্ব এখানে থাকবে না।

সংবাদ সম্মেলনে গণঅধিকার পরিষদ, ছাত্র অধিকার পরিষদ ও যুব অধিকার পরিষদের জেলা ও উপজেলার অর্ধশতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন এবং ক্ষোভ প্রকাশ করে তারা একযোগে পদত্যাগ করেন। তাদের বক্তব্য অনুযায়ী, আত্মমর্যাদা, রাজনৈতিক আদর্শ ও তৃণমূলের স্বার্থ রক্ষার দায় থেকেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×