গলায় ট্যাবলেট আটকে শিশুর মৃত্যু


গলায় ট্যাবলেট আটকে শিশুর মৃত্যু

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার ধান্যঘরা গ্রামে ওষুধ খাওয়ানোর সময় গলায় আটকে এক শিশুর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২৬ আগস্ট) রাত ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। পরদিন বুধবার (২৭ আগস্ট) সকাল ১০টায় জানাজা শেষে তাকে গ্রামের কবরস্থানে দাফন করা হয়।

মৃত শিশুর নাম রোকসানা (৬)। সে কুড়ুলগাছি ইউনিয়নের ধান্যঘরা গ্রামের ভ্যানচালক টুটুলের ছোট মেয়ে।

স্থানীয় ইউপি সদস্য শাহ মোহাম্মদ ফরহাদ হোসেন জানান, “মঙ্গলবার রাতে শিশু রোকসানা জ্বরে আক্রান্ত ছিল। স্থানীয় ফার্মেসি থেকে জ্বরের জন্য সিরাপের নেওয়ার পরামর্শ দিলেও তার পরিবারের সদস্যরা ট্যাবলেট ক্রয় করে। রাতে ট্যাবলেট খাওয়ানোর সময় ওষুধ বাচ্চাটার শ্বাসনালীকে আটকে যায়। পরবর্তীতে দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।”

রোকসানার পরিবারের সদস্যরা জানান, বুধবার ছিল রোকসানার ষষ্ঠ জন্মদিন। সন্ধ্যায় হাতে মেহেদি দিয়ে জন্মদিন উদযাপনের প্রস্তুতি নিচ্ছিল সে। কিন্তু তার আগেই ঘটল এই মর্মান্তিক মৃত্যু। মেয়ের অকাল মৃত্যুতে শোকাচ্ছন্ন পরিবার।

দর্শনা থানা পুলিশের ওসি মুহম্মদ শহীদ তিতুমীর বলেন, “ঘটনাটি আমার জানা নেই। বিস্তারিত জানতে খোঁজ নেওয়া হবে।”

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×